Lottery Win

1 crore in lottery: রাতারাতি কোটিপতি! এক কোটি টাকা লটারি পেলেন দিনহাটার ভ্যানচালক ফজলে মিয়া

টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ফজলে। বলছেন, ‘‘এ টিকিট কাছে রাখলে রাতের ঘুম উড়বে। তাই থানায় টিকিট জমা করে বাড়ি যাচ্ছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২২:২৫
Share:

লটারিতে কোটি টাকা জেতার পর ফজলে মিয়া (মাঝখানে)। — নিজস্ব চিত্র।

লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি দিনহাটার ভ্যানচালক ফজলে মিয়া! ৬৮ বছরের অশক্ত শরীরে ভ্যান টেনে সংসার চালাতেন। দিনরাত পরিশ্রম করেও অনটন পিছু ছাড়ত না। এ বার তা থেকে পাকাপাকি ভাবে মুক্তি।
ভ্যান টেনে কিছুতেই অভাব মিটত না ফজলে মিয়ার। তাই মাঝে মাঝেই খেলার ছলে লটারি কাটতেন। পুরস্কার জুটত না কোনওদিনই। কিন্তু শুক্রবার দিনটাই ছিল অন্যরকম।
৬০ টাকার লটারি কিনে বর্তমানে কোটিপতি ফজলে মিয়া। রাতারাতি এক কোটি টাকা পেয়ে এলাকায় মধ্যে তারকার মর্যাদা পাচ্ছেন সত্তর ছুঁই ছুঁই ফজলে। কোটি টাকা পেয়েছেন জানার পরই লটারি টিকিট বগলদাবা করে পুলিশের দ্বারস্থ হয়েছেন। বলেছেন, ‘‘এ টিকিট কাছে রাখলে রাতের ঘুম উড়বে। তাই দিনহাটা থানায় টিকিট জমা দিয়ে বাড়ি যাচ্ছি।’’
কোটি টাকা পাওয়ার ব্যাপার এখনও হজম করে উঠতে পারেননি ফজলে। তাই ওই টাকায় কী করবেন জানতে চাইলে, ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন। তার পর অস্ফূটে বলেন, দেখি যদি ভাঙা বাড়িটি নতুন করে গড়া যায়। তাতেও যে পড়ে থাকবে বহু টাকা! এখনও সেই পরিকল্পনা করে উঠতে পারেননি, সকালেও ভ্যান টেনে রোজগার করা ফজলে মিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement