চিকিৎসায় ভুলের নালিশ

কেন ব্যথা হচ্ছে তা পরিষ্কার না জেনেই এক বালিকার পেটে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে। শিলিগুড়ির তিলক রোড়ের একটি নার্সিংহোমের চিকিৎসকের বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৬:৩০
Share:

কেন ব্যথা হচ্ছে তা পরিষ্কার না জেনেই এক বালিকার পেটে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে। শিলিগুড়ির তিলক রোড়ের একটি নার্সিংহোমের চিকিৎসকের বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। অভিযোগ, বালিকার অ্যাপেনডিক্সে কোনও সমস্যা নেই। অথচ অ্যাপেনডিক্সের সমস্যার জেরেই পেটে ব্যথা হচ্ছে বলে চিকিৎসক অস্ত্রোপচার করেন। পরে চিকিৎসকই জানান, বালিকার অগ্ন্যাশয়ে সমস্যা রয়েছে। অ্যাপেনডিক্সে নয়। চিকিৎসকের দাবি, ‘‘আলট্রা সোনোগ্রাফির রিপোর্ট দেখে আমি অস্ত্রোপচার করি। ওই রিপোর্টে বালিকার ‘অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস’ বলা হয়েছিল। কিন্তু তা অস্ত্রোপচার করার পর বুঝতে পারি বালিকার ‘অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস’–এর সমস্যা রয়েছে। অ্যাপেনডিক্সে কোনও সমস্যা নেই। অস্ত্রোপচারের দরকার ছিল না।’’ যে ডায়গনস্টিক সেন্টার থেকে ওই রিপোর্ট দেয়, তার রেডিওলজিস্ট ফোন ধরেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement