প্রচারে ভোট রঙ্গ

ভোটের দিন এগিয়ে আসছে। কার সঙ্গে কোথায় কে লড়বে, সেই ছবিও আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। সপ্তাহান্তে জমে উঠেছে প্রচারও। আর সেখানেই দেখা যাচ্ছে ভোটের নানা রঙ্গবামেদের দাবি মানিকচক আসন কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস বলছে প্রার্থী দেওয়া হবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০৩:৩২
Share:

ইসলামপুর ও উত্তর দিনাজপুর

Advertisement

গত বিধানসভা ভোটে জয়ী: সিপিএম

এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা: বাম (জেডিইউ), তৃণমূল

Advertisement

শরিকি বিবাদ

• বামেদের তরফে আসনটি জেডিইউ-কে ছেড়ে প্রার্থী করা হয়েছে মহম্মদ আরশাদকে।

• বামেদের প্রচার শুরু হলেও, দেখা নেই সিপিএম নেতা-কর্মীদের।

• গতবারের তাদের জেতা আসনে জেতা আসনে প্রার্থী চেয়ে সিপিএমের দাবি রাজ্য কমিটিকে।

জোট ভঙ্গ

• ইসলামপুর পুরসভা তাদের দখলে বলে আসন দাবি করেছিল কংগ্রেস।

• জেডিইউ প্রার্থীকে মানবে না জানিয়ে পাল্টা প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু কংগ্রেসের।

বিপদ ঘরেই

• তৃণমূলের প্রার্থী বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী বিরুদ্ধে নির্দল হয়ে লড়ার ঘোষণা
আলতামাস চৌধুরী।

• করিমবাবুর ভাইয়ের ছেলে আলতামাস একসময়ে তৃণমূলেই ছিলেন, কাকার ডান-হাত নামেই পরিচিত ছিলেন।

• দু’জনে থাকেনও পাশাপাশি বাড়িতে। আলতামাসের দাবি কাকার-নাড়ি স্পন্দনও তিনি
চেনেন, কাজেই টেক্কা দেবেন।

ভাস্তা উবাচ

ইসলামপুরবাসী কাকা-কে এতদিন দেখেছেন, এবার ভাস্তা-কে ভরসা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement