ইসলামপুর ও উত্তর দিনাজপুর
গত বিধানসভা ভোটে জয়ী: সিপিএম
এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা: বাম (জেডিইউ), তৃণমূল
শরিকি বিবাদ
• বামেদের তরফে আসনটি জেডিইউ-কে ছেড়ে প্রার্থী করা হয়েছে মহম্মদ আরশাদকে।
• বামেদের প্রচার শুরু হলেও, দেখা নেই সিপিএম নেতা-কর্মীদের।
• গতবারের তাদের জেতা আসনে জেতা আসনে প্রার্থী চেয়ে সিপিএমের দাবি রাজ্য কমিটিকে।
জোট ভঙ্গ
• ইসলামপুর পুরসভা তাদের দখলে বলে আসন দাবি করেছিল কংগ্রেস।
• জেডিইউ প্রার্থীকে মানবে না জানিয়ে পাল্টা প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু কংগ্রেসের।
বিপদ ঘরেই
• তৃণমূলের প্রার্থী বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী বিরুদ্ধে নির্দল হয়ে লড়ার ঘোষণা
আলতামাস চৌধুরী।
• করিমবাবুর ভাইয়ের ছেলে আলতামাস একসময়ে তৃণমূলেই ছিলেন, কাকার ডান-হাত নামেই পরিচিত ছিলেন।
• দু’জনে থাকেনও পাশাপাশি বাড়িতে। আলতামাসের দাবি কাকার-নাড়ি স্পন্দনও তিনি
চেনেন, কাজেই টেক্কা দেবেন।
ভাস্তা উবাচ
ইসলামপুরবাসী কাকা-কে এতদিন দেখেছেন, এবার ভাস্তা-কে ভরসা করবেন।