মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে আঁশ বটি দিয়ে মাথায় কোপ দিলেন এক সিভিক ভলান্টিয়ার! নিজস্ব ছবি।
কম দামে মাছ বিক্রি করতে রাজি হননি বিক্রেতা। তা নিয়ে বচসার সূত্রপাত। যার পরিণতি, মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে আঁশ বটি দিয়ে মাথায় কোপ দিলেন এক সিভিক ভলান্টিয়ার! বৃহস্পতিবার দুপুরে মালদহের চাঁচল থানার দরিয়াপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই মাছ ব্যবসায়ী আনন্দ দাস হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কৃষ্ণ মালোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রোজকার মতোই দরিয়াপুর বাজারে মাছ নিয়ে বসেছিলেন ইমামপুর গ্রামের বাসিন্দা বছর ষাটেকের আনন্দ। দুপুরে তাঁর দোকানে মাছ কিনতে আসেন চাঁচল থানার সিভিক ভলান্টিয়ার কৃষ্ণ। অনেক ক্ষণ ধরে দরাদরির পরেও আনন্দ কম দামে মাছ বেচতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। চলে অকথ্য ভাষায় গালিগালাজ। অভিযোগ, সেই সময় রাগের মাথায় আঁশ বটি দিয়ে আনন্দের মাথায় আঘাত করেন কৃষ্ণ। আনন্দের ছেলে কৃষ্ণ দাস বলেন, ‘‘জোরজুলুম করে কম দামে মাছ কিনতে চেয়েছিল কৃষ্ণ মালো। বাবা দিতে রাজি না হওয়ায় তেড়ে এসে বটি দিয়ে বাবার কপালে সজোরে মারে। তাতেই মাটিতে লুটিয়ে পড়ে।’’ বাজারের অন্য বিক্রেতারাই আনন্দকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, মাছ ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় কৃষ্ণই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বলেন, ‘‘আমরা কৃষ্ণ মালোর সাজা চাই।’’ এ নিয়ে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সিভিক ভলান্টিয়ার। তবে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।’’