Tista City

তিস্তা সিটি প্রকল্পে বাধা কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার উত্তরকন্যায় প্রাশাসনিক বৈঠকে এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণকে সে কারণে কার্যত ধমক দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৮
Share:

প্রতীকী ছবি

কাওয়াখালিতে তিস্তা সিটি প্রকল্পের কাজ শুরু করতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথ ভাবে সাহায্য করছে না বলে অভিযোগ উঠেছে। দাবি, তাতে কাজ শুরু করতে পারেনি নির্মাণকারী সংস্থা। মঙ্গলবার উত্তরকন্যায় প্রাশাসনিক বৈঠকে এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণকে সে কারণে কার্যত ধমক দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিজয় বর্মণকে আমার একটা কথা বলার আছে। হর্ষ নেওটিয়া শিলিগুড়়িতে একটা বড়় তিস্তা সিটি তৈরি করছে। সেখানে স্কুল-কলেজ থেকে পার্ক, শিল্প বিভিন্ন প্রকল্প করবে। তা আটকে আছে শুধু এসজেডিএ’র কতকগুলো কাজ বাকি আছে বলে। এগুলো চটপট করে দিন না। কেন ফেলে রেখে দিয়েছেন?’’ তাঁর কথায়, ‘‘আমি আসতে আসতে দেখছিলাম, এদের অনেকগুলো প্রকল্প রয়েছে। অথচ চালু হচ্ছে না। চালু হলে তা শিলিগুড়ির আরেকটা বড়় ব্যাপার হবে। এমনিতে উত্তরবঙ্গে কিছুই ছিল না। এটা হলে কর্মসংস্থান হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement