পড়ে রয়েছে মৃত বাছুরগুলির দেহ। — নিজস্ব চিত্র
গোয়ালঘরে ঢুকে এক সঙ্গে পাঁচটি বাছুর মারল চিতাবাঘ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার পাম্পু বস্তি এলাকায়। রাতভর চিতাবাঘটি গোয়াল ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিল। বনকর্মীরা এসে পটকা ফাটিয়ে চিতাবাঘটিকে জঙ্গলে পাঠান। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোয়ালঘরের কাছেই চিতাবাঘটিকে ধরতে খাঁচা পেতেছে বন দফতর। রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার ভবেন ঋষি বলেন, ‘‘এলাকায় খাঁচা পাতা হয়েছে। নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।’’
বাড়ির মালিক কমলা শর্মা জানান, তাঁদের বাড়ির পাশে একশো মিটার দূরেই জঙ্গল। তাঁদের বাড়িতে প্রায় ২০টি গরু রয়েছে। পাশেই একটি গোয়াল ঘরে ছ’টি বাছুর ছিল। রাত আটটা নাগাদ গোয়ালের পরিচারক চিক্কা রাভা খাওয়াদাওয়া করে গোয়ালের উপর মাচায় শুতে গিয়েছিল। সেই সময় আওয়াজ শুনে টর্চের আলোয় তিনি দেখেন চিতাবাঘ গোয়াল ঘরে ঢুকে বাছুর মারছে। কমলা বলেন, ‘‘চিক্কা কথা বলতে পারে না। সে দৌড়ে এসে ইশারায় আমাদের ঘটনাটি বলে আমারা সকলেই সেখানে ছুটে যাই। দেখি চিতাবাঘটি একটি বাছুরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাকি চারটি বাছুর মরে পড়ে রয়েছে।’’ ওই পরিচারক সেই সময় পাথর ছুড়ে মারায় চিতাবাঘটি মৃত বাছুরটিকে ছেড়ে জঙ্গলের কাছে চলে যায়। তবে রাতভর সে গোয়ালরের আশপাশে ঘোরাফেরা করছিল। বনকর্মীরা খবর পেয়ে এসে পটকা ফাটিয়ে চিতাবাঘটিকে দূরে রাখে।
এলাকার অন্য বাসিন্দারা জানান, গ্রামে মাঝেমধ্যেই চিতাবাঘ হামলা চালিয়ে ছাগল-মুরগি নিয়ে যায়। এ বার একসঙ্গে পাঁচটি বাছুর মারায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার অধিকাংশ বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।