মাঝ রাতে রাস্তায় শুয়ে থাকা ষাঁড়ের গায়ে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুরে ৫১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ওই ঘটনায় বাইকের আরোহী আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় বাইক চালক সোমনাথ চৌধুরী(২৩) এবং আরোহী তনয় ভট্টাচার্যের(২৮) মৃত্যু হয়েছে। সকলেরই মাথায় বেশি চোট লাগে। অপর বাইক আরোহীর নাম কানু দেবনাথ। তিনি বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ষাঁড়কে তীব্র গতিতে ছুটে আসা ওই বাইকটি ধাক্কা মেরে ছিটকে পড়ে। শব্দ পেয়ে পাশেই থাকা পুলিশ ফাঁড়ি থেকে কর্মীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় বাইক আরোহী ৩ জনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে ওই দুজনকে মৃত বলে জানানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ এক বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল বলে নিশ্চিত হয়েছে। কিন্তু, বাকি দুজনের মাথায় হেলমেট ছিল কি না তা নিয়ে পুলিশ নিশ্চিত নয়। মৃত ও আহতদের আত্মীয়রা হাসপাতালে দাঁড়িয়ে ওই রাতে ঠিক কী হয়েছিল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার প্রসুন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা। বিশদে তদন্তের নির্দেশ দিয়েছি। সেফ ড্রাইভ, সেফ লাইফ বার্তা দিতে প্রচার চলছে। ঠিকঠাক হেলমেট পরার উপরেও জোর দেওয়া হচ্ছে।’’