জয়ী বিএসপিসি ক্লাব

রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আরএসএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জিতল বন্ধু সমিতি পাঠাগার ও ক্লাব (বিএসপিসি)। রবিবার টাউন ক্লাব মাঠে প্রথম দিনের খেলায় জলপাইগুড়ির বিএসপিসি দল কার্শিয়াংয়ের ইউনাইটেড কার্শিয়াং ফুটবল ক্লাবকে (ইউকেএফসি) ২-০ গোলে হারিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৭
Share:

সেমিফাইনালে উঠল বাংলাদেশের ঢাকা ফুটবল অ্যাকাডেমি। রবিবার জর্দাভ্যালি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কোচবিহার কৃষি বিকাশ শিল্পকেন্দ্র দলকে টাইব্রেকারে হারায় তাঁরা। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। ছবি: দীপঙ্কর ঘটক।

রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আরএসএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জিতল বন্ধু সমিতি পাঠাগার ও ক্লাব (বিএসপিসি)।

Advertisement

রবিবার টাউন ক্লাব মাঠে প্রথম দিনের খেলায় জলপাইগুড়ির বিএসপিসি দল কার্শিয়াংয়ের ইউনাইটেড কার্শিয়াং ফুটবল ক্লাবকে (ইউকেএফসি) ২-০ গোলে হারিয়ে দেয়। দু’টি অর্ধে দু’টি গোল হয়। প্রথমার্ধে বিএসপিসির জিমি তারু ও দ্বিতীয়ার্ধে ভিকে কামরুন একটি গোল দেন। এ দিন প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিএসপিসির গোলকিপার নান্টু মজুমদার।

শনিবার রাতে প্রবল বৃষ্টির ফলে টাউন ক্লাব মাঠ ভেজা ছিল। কাদাও ছিল। ইউকেএফসি-এর রক্ষণভাগে স্টপারের ব্যর্থতার সুযোগ নেয় বিএসপিসি। তাঁদের বেশিরভাগ আক্রমণ মাঝখান দিয়ে হয়।

Advertisement

বিএসপিসি তিনজন বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দল। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা খেলোয়াড়রা আছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে একজন আইভরি কোস্টের এবং দু’জন লাইবেরিয়ার। আইভরি কোস্টের দীর্ঘদেহী রক্ষণভাগের খেলোয়াড় আবদুল্লা ইউকেএফসির সমস্ত আক্রমন রুখে দেন। তাছাড়াও দ্বিতীয়ার্ধে ইউকেএকফসি-র খেলোয়াড়রা দু’টি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। সমস্ত খেলায় বিএসপিসি মোট ছ’টি সুযোগ পেয়েছিল। ইউকেএফসি চারটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। খেলার শেষ ভাগে ইওউকেএফসি-র প্রতীক সিদ্ধান্ত বিএসপিসির গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।

এদিন আরএসএ-র ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলে ক্লাবের মহিলা সদস্যদের নৃত্যানুষ্ঠান। দেরিতে শুরুর জন্য খেলার শেষভাগে আলো কমে আসে। আরএসএর সম্পাদক সমীর দাস বলেন, “সোমবার থেকে সঠিক সময় খেলা শুরু হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement