পাচার, ধৃত
দুই নাবালিকা সহ চারজনকে পাচার করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে খড়িবাড়ি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম মনোজ টপ্পো এবং কৃপা টপ্পো। তাদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া দুই নাবালিকাকে শিলিগুড়ির একটি হোমে রাখা হয়েছে। বাকিদের থানার মহিলা পুলিশের আবাসনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের সম্পাদক অমিত সরকার। তিনি বলেন, ‘‘ওই পাচারকারীরা ২০টির বেশি পাচারে জড়িত বলে খবর পেয়েছি।’’
শহিদ স্মরণ
হলদিবাড়িতে ভাষা শহিদ স্মরণে মঙ্গলবার শহিদ দিবস পালিত হল। হলদিবাড়ির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এই দিবস পালন করা হয়। বিকেলে হলদিবাড়ি বাজার এলাকায় কবিতা, গান এবং ভাষণের মধ্য দিয়ে বরাক উপত্যকার ভাষা শহিদের স্মরণ করা হয়।
স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার বালুরঘাটে অমিত মোহান্তের তোলা ছবি।