Bolla Kali

করোনা বিধি মেনেই হতে চলেছে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বোল্লাকালী পুজো

পুলিশ কর্তারা পুজা কমিটির সদস্যদের করোনা বিধি মেনে চলার বিষয়টি বার বার মনে করিয়ে দিয়েছেন। পুজোর ৪ দিন এই এলাকায় পুলিশ বিশেষ নজর রাখবে বলে জানিয়েছেন দেবর্ষি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ২১:২৭
Share:

বোল্লাকালী মন্দির। নিজস্ব চিত্র।

মাঝে আর মাত্র ৩ দিন। শুক্রবার ৪ ডিসেম্বর শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বোল্লাকালী পুজো। প্রত্যেক বছর রাস পুর্ণিমার পরের শুক্রবার বালুরঘাট থানার বোল্লা গ্রামে আয়োজিত হয় এই উৎসবের। পুজোকে ঘিরে চলে ৪ দিনের মেলা। কিন্তু আদালতের নির্দেশে এ বার করোনা বিধি মেনে প্রশাসন মেলার আয়োজন থেকে বিরত থাকতে বলেছে উৎসব কমিটিকে। কেবল পুজো কমিটির কয়েক জনই পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন। ভক্ত সমাগম, ভোগ নিবেদন এবং ছাগ বলিও বন্ধ থাকছে।

Advertisement

পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল বোল্লা মন্দির চত্বর ঘুরে দেখলেন। পুলিশ কর্তারা পুজা কমিটির সদস্যদের করোনা বিধি মেনে চলার বিষয়টি বার বার মনে করিয়ে দিয়েছেন। পুজোর ৪ দিন এই এলাকায় পুলিশ বিশেষ নজর রাখবে বলে জানিয়েছেন দেবর্ষি।

পুজো কমিটির সদস্য সঞ্জয় সরকারও জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই পুজো হবে। তাঁরা পূণ্যার্থীদের দর্শনের বিষয়টি নিয়ে অনুরোধ করলেও প্রশাসনের তরফে তা নাকচ হয়ে যায়। এমনকি পুজো কমিটির পক্ষ থেকে জায়েন্ট স্ক্রিনে পুজো দেখানোর ব্যবস্থার কথা বলা হলে তাও বারণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছর আবার আগের মতো যাতে পুজো এবং মেলার আয়োজন করা যায় তার আশায় রয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement