ডাক উঠছে, বোল্লা চলো

শুরু হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বোল্লাকালী পুজো। শুক্রবার রাতে প্রায় সওয়া ১১ ফুট উঁচু বোল্লা রক্ষাকালীর পূজা দিয়ে শুরু হচ্ছে জনপ্রিয় বোল্লামেলা। চলবে আগামী সোমবার বিকেল পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বালুরঘাট শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০৩:৫০
Share:

সজ্জা: সোনার গয়নায় সাজানো হচ্ছে বোল্লাকালী প্রতিমাকে। বালুরঘাটে। ছবি: অমিত মোহান্ত

শুরু হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বোল্লাকালী পুজো। শুক্রবার রাতে প্রায় সওয়া ১১ ফুট উঁচু বোল্লা রক্ষাকালীর পূজা দিয়ে শুরু হচ্ছে জনপ্রিয় বোল্লামেলা। চলবে আগামী সোমবার বিকেল পর্যন্ত।

Advertisement

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মেলাগুলির অন্যতম বোল্লা কালীর মেলা ও পুজো উপলক্ষে এ দিন সকাল থেকেই বিভিন্ন জেলা ও বাইরের রাজ্য থেকে পুণ্যার্থী ও ভক্তরা আসতে শুরু করেছেন বোল্লা মন্দির প্রাঙ্গণে। গভীর রাতে শুরু হয় বোল্লাকালীর পুজো। শেষ হতে শনিবার সকাল হয়ে যায়। ফলে বালুরঘাট ও গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে দর্শনার্থীদের বোল্লা গ্রামে পৌঁছতে সারা রাত সরকারি বেসরকারি বাস, মিনিবাস, ট্রেকার চলে। শহরের পথেঘাটে ও বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘনঘন মানুষের মধ্যে আওয়াজ উঠছে ‘বোল্লা চলো’।

রোজ লক্ষাধিক মানুষের ভিড় হয় ওই মেলায়। বোল্লামেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এদিন থেকে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ও অন্য আধিকারিকরা বোল্লাতে এই ক’দিন শিবির করে থাকবেন। প্রায় দু’হাজার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে মন্দির চত্বরকে ঘিরে। তৈরি করা হয়েছে চারটি ওয়াচ টাওয়ার। প্রায় ৪০টি সিসিটিভি ক্যামেরা বসেছে। বোল্লাকালী মূর্তির গায়ে প্রচুর সোনা ও রুপোর অলঙ্কার থাকে। শুধু মন্দিরের নিরাপত্তা রক্ষা করাই নয়, লক্ষাধিক মানুষের ভিড় সামাল দিতেও ব্যাপক পুলিশি নিরাপত্তা আয়োজন করা হয়েছে বোল্লা মেলায়। আগামী চার দিন ২৪ ঘন্টাই খোলা থাকবে পুলিশ কন্ট্রোল রুম। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে ফায়ার ব্রিগেড সব কিছুর ব্যবস্থা থাকছে মেলা চত্বরে। থাকছেন সাদা পোশাকের পুলিশকর্মীরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement