Child death

প্লাস্টিকের প্যাকেটে ভরে সদ্যোজাতকে ছুড়ে ফেলা হয়েছে মাঠে! বুনিয়াদপুরে চাঞ্চল্য

স্থানীয় এক যুবক ধান ক্ষেতের পাশে একটি তালগাছে উঠেছিলেন। হঠাৎ তাঁর চোখ আটকায় ক্ষেতের পাশে পড়ে থাকা প্লাস্টিকের পুঁটলির দিকে। কৌতূহলের বশে সেই প্যাকেট খুলে চমকে ওঠেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বুনিয়াদপুর শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ২২:৫০
Share:

—প্রতীকী চিত্র।

প্লাস্টিক প্যাকেটের মধ্যে সদ্যোজাত শিশুকন্যার দেহ পুরে ছুড়ে ফেলা হয়েছিল ধান ক্ষেতে। তাল পাড়তে গিয়ে স্থানীয় এক যুবকের চোখে পড়ল সেই দেহ। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ স্থানীয় এক যুবক ধান ক্ষেতের পাশে একটি তালগাছে উঠেছিলেন। হঠাৎ তাঁর চোখ আটকায় ক্ষেতের পাশে পড়ে থাকা প্লাস্টিকের পুঁটলির দিকে। কৌতূহলের বশে সেই প্যাকেট খুলে চমকে ওঠেন তিনি। দৌড়ে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। প্যাকেটের মধ্যে একটি সদ্যোজাতের দেহ মেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সদ্যোজাতের দেহ কোথা থেকে এল, তা নিয়ে চাপানউতর শুরু হয়েছে এলাকায়। কাছেপিঠে কোথাও কোনও হাসপাতাল নেই। তার পরেও প্লাস্টিকের প্যাকেটে ভরে দেহ নিয়ে এসে কে ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীমন্ত সরকার নামে প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘আমি তালগাছে উঠেছিলাম। হঠাৎ তালগাছের ফাঁকে একটি সাদা প্লাস্টিক পড়ে থাকতে দেখি। প্লাস্টিকের মধ্যে ভারী কিছু আছে আন্দাজ করে আমি সেটা খুলি। তার ভিতরে সদ্যোজাতের দেহ রয়েছে দেখে আশপাশের বাড়িতে খবর দিই। তার পর গ্রামের লোকজন আসেন। পুলিশ ঘটনাস্থলে এসে প্যাকেটবন্দি দেহ উদ্ধার করেছে।’’

পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে। কী ভাবে এবং কোথা থেকে এল ওই দেহ, তার খোঁজখবর শুরু হয়েছে। অন্য দিকে, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ইলা মণ্ডলের কথায়, ‘‘পুলিশের উচিত বিষয়টা খতিয়ে দেখা। মৃতদেহ বাইরে থেকে কেউ নিয়ে এসে এখানে ফেলে যেতে পারে না। কারণ, এটা একটা জনবহুল এলাকা। তা ছাড়া কাছেপিঠে হাসপাতাল থাকলে জানাজানি হত। কেউ যাতে জানতে না পারে চুপিচুপি কেউ এসে দেহ ফেলে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement