বালুরঘাটে বিজেপির অবরোধ। —নিজস্ব চিত্র
জে পি নড্ডার কনভয়ে বৃহস্পতিবার হামলার প্রতিবাদে বালুঘাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল। শুক্রবার বালুরঘাটের ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে যানজট হয়। পরে অবরোধ উঠলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতি নড্ডা-সহ বিজেপি নেতাদের কনভয়ে হামলা চলে। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়দের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। তার জেরে একাধিক গাড়ির কাচ ভেঙে যায়। এই হামলায় অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। যদিও শাসক দলের পক্ষ থেকে সে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ওই ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন বিজেপি নেতা-কর্মীরা। তাতে যোগ দিলেন বালুরঘাটের নেতা-কর্মীরাও। প্রতিবাদে শামিল হন বালুরঘাট শহর মণ্ডল বিজেপি সভাপতি সুমন বর্মন, রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়-সহ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ঘণ্টাখানেক পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়।