ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ দিনহাটায়, দাবি ওড়াল তৃণমূল শিবির

গেরুয়া শিবিরের অভিযোগ, প্রচারে যোগ দেওয়ায় প্রীতিতোষকে তৃণমূল কর্মী-সমর্থকরা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৫:১৪
Share:

হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী। —নিজস্ব চিত্র।

উপ নির্বাচনের মুখে ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। শনিবার রাতে প্রীতিতোষ মণ্ডল নামে দিনহাটার বাসন্তীহাট এলাকার বাসিন্দা এক যুবককে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী। যদিও তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে। জোড়াফুল শিবিরের পাল্টা দাবি, বিজেপি-র দলীয় কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে রেখে শনিবার বাসন্তীর হাট এলাকায় প্রচারে নামে বিজেপি। ওই প্রচার অভিযানে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-ও। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রচারে যোগ দেওয়ায় প্রীতিতোষকে তৃণমূল কর্মী-সমর্থকরা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এখন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী। রবিবার প্রীতিতোষের সঙ্গে দেখা করতে যান দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘‘দিনহাটা জুড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি কর্মীকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।’’

Advertisement

বিজেপি-র তোলা ওই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘‘ভোটের নামে সন্ত্রাস তৈরি করেছে বিজেপি কর্মীরা। নিজেদের কর্মীদের নিজেরা মারধর করে দোষ চাপাচ্ছে তৃণমূলের উপর। আমরা নির্বাচনী প্রচারে ব্যস্ত। মানুষ আমাদের পাশে রয়েছেন। এই ঘটনার সঙ্গে দলের কেউ নেই জড়িত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement