বিজেপি আবার জানিয়ে দিল, জোটসঙ্গী হলেও আলাদা রাজ্যের প্রশ্নে গোর্খা জনমুক্তির পাশে তাঁরা নেই। সোমবার দুপুরে শিলিগুড়িতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপবাবু বলেছেন, ‘‘গোর্খাল্যান্ড কী বলতে পারব না। গোর্খাদের সমস্যার কথা জানি। এখানে স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী আছেন। উনি মোর্চা নেতৃত্বকে বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা-দেখা করাচ্ছেন। উন্নয়নের কাজও হচ্ছে। সেখানে আন্দোলন করে বা হুমকি দিয়ে কার কী লাভ হয়েছে?’’ এর পরে দিলীপবাবু বলেন, ‘‘আমরা কারও রাজনীতি, উচ্চাকাঙ্ক্ষা বা ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার পাশে নেই।’’
তৃণমূলের পাহাড় কমিটির সভাপতি রাজেন মুখিয়া বলেন, ‘‘মোর্চা অস্ত্র নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে, অথচ কীসের জন্য আন্দোলন তা স্পষ্ট করছে না।’’
গত রবিবারই একটি জনসভায় মোর্চা প্রধান গুরুঙ্গ জিটিএ থেকে পদত্যাগ করে আন্দোলনের হুমকি দেন। তবে রাজ্য বিজেপির বক্তব্য প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তৃণমূলের বক্তব্য প্রসঙ্গে অবশ্য দলের সহকারী সাধারণ সম্পাদক বিনয় তামাঙ্গ বলেছেন, ‘‘আমরা আলাদা রাজ্যের জন্যই ধাপে ধাপে আন্দোলন করছি। রাজনীতি তৃণমূলই করছে।’’