Ram Mandir Inauguration

রামমন্দিরের উদ্বোধনের উৎসবে শামিল গৌড়বঙ্গ

রামমন্দির নিয়ে মাসখানেক ধরে লাগাতার প্রচার চালিয়েছে সঙ্ঘ পরিবার। তাদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে রামমন্দিরের ছবি, অক্ষত হলুদ চাল দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ০৮:২২
Share:

—ফাইল চিত্র।

কোথাও খিচুড়ি বা লাড্ডু বিলি, কোথাও পূজার্চনা থেকে শুরু করে বেরোল বর্ণাঢ্য শোভাযাত্রাও। তাতে শামিল হলেন বিজেপির ছোট-বড়-মাঝারি— সব নেতানেত্রীই। সোমবার, অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠার অনুষ্ঠানে সঙ্ঘের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল বিজেপি। এমনই ছবি দেখা গেল গৌড়বঙ্গের তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে। মালদহের হরিশ্চন্দ্রপুরে মিছিলে এক সঙ্গে হাঁটেন বিজেপি ও তৃণমূলের মালদহের কয়েকজন ব্লক স্তরের নেতা-নেত্রী।

Advertisement

রামমন্দির নিয়ে মাসখানেক ধরে লাগাতার প্রচার চালিয়েছে সঙ্ঘ পরিবার। তাদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে রামমন্দিরের ছবি, অক্ষত হলুদ চাল দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে সময় আড়ালে থাকতে দেখা গিয়েছে জেলাগুলির বিজেপি নেতা-নেত্রীদের। উদ্বোধনের দিন প্রকাশ্যে নামেন তাঁরা। দুপুর থেকেই ইংরেজবাজার শহরের বিজেপির জেলা কার্যালয়ে জায়ান্ট স্ক্রিন বসানো হয়। তাতে অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। বিজেপির কার্যালয় লাগোয়া বিশ্ব হিন্দু পরিষদের দফতরের সামনে রামপুজো হয়। লক্ষ্মণ সেন স্টেডিয়ামেও বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী পাত পেড়ে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন। তিনি বলেন, “রাজনীতি নিয়ে কথা হবে না। এ দিন শুধুই রাম আর রাম।” এ দিন হরিশ্চন্দ্রপুরে বিজেপি নেতা রূপেশ আগরওয়ালের সঙ্গে হাঁটেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাবলু কর্মকার, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পূজন দাসও। তৃণমূল নেতা বাবলু বলেন, ‘‘গোটা দেশে আজ হিন্দুরা উৎসবের আনন্দে মেতে উঠেছে। সনাতনী হিন্দু হিসেবেই শোভাযাত্রায়া যোগ দিয়েছি। পরে দলের সংহতি মিছিলেও হেঁটেছি।’’ রূপেশ বলেন, “শোভাযাত্রায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছি।”

উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও একই ছবি দেখা যায়। বিজেপি, সঙ্ঘ পরিবার ছাড়াও একাধিক সামাজিক সংগঠনের তরফেও জেলাগুলিতে শোভাযাত্রা হয়েছে। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী অনুষ্ঠানগুলিতে শামিল হন। রায়গঞ্জ স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বড় পর্দা বসানো হয়েছে। যজ্ঞ অনুষ্ঠানে শামিল হন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। সন্ধের পরে মন্দির, কার্যালয়ের মতো বহু বাড়িতেই প্রদীপ জ্বালানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement