BJP

প্রার্থী ঘোষণা হয়নি তাও দেওয়াল লেখা শুরু করে দিল বিজেপি

বৃহস্পতিবার কোচবিহার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করে দিলেন জেলা বিজেপি কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫১
Share:

বিজেপির দেওয়াল লিখন। নিজস্ব চিত্র।

নির্বাচনের দিন ঘোষণা হয়নি। ঘোষণা হয়নি রাজনৈতিক দলগুলির প্রার্থীদের নামও। কিন্তু তাতে থেমে নেই দেওয়াল লিখন। এখন থেকেই দেওয়ালের দখল নিয়ে প্রতীক আঁকা চলছে। যেমন দেখা গেল কোচবিহারে। সেখানে বিজেপির কর্মীরা ইতিমধ্যেই দেওয়ালে পদ্মফুল আঁকতে শুরু করেছেন।

Advertisement

বৃহস্পতিবার কোচবিহার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করে দিলেন জেলা বিজেপি কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব বিজেপির সভাপতি অজয় সাহা। প্রার্থিতালিকা ঘোষণা হতে দেরি থাকলেও সমাজমাধ্যমের পাশাপাশি দেওয়াল লিখনের দৌড়েও এগিয়ে থাকতে চাইছে বিজেপি। প্রার্থীদের নাম ঘোষণা না হওয়ায় দেওয়ালে এখন শুধুই পদ্মফুল আঁকা হচ্ছে। জায়গা রাখা হচ্ছে প্রার্থীর নাম লেখার জন্য।

অজয় বলেন, ‘‘প্রার্থীর নাম ছাড়াই দলীয় প্রতীক পদ্মফুলকে সামনে রেখে মানুষের কাছে প্রচার অভিযান শুরু করলাম। এ বার কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি জয়লাভ করবে। তাই আগে থেকেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচারের কাজও এগিয়ে রাখছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement