শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর তা নিয়ে পাল্টা তোপ শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের। — ফাইল চিত্র।
ডেঙ্গির বাড়বাড়ন্ত চলছে শিলিগুড়িতে। রোগ দমনে সমন্বয় নেই স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পুরনিগমের মধ্যে। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। চিঠিতে শঙ্কর ডেঙ্গি আক্রান্ত এবং ওই রোগে মৃতের সংখ্যা তুলে ধরে যে পরিসংখ্যান দিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে তরজা। শঙ্করের বিরুদ্ধে তথ্য বিকৃত করার পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শঙ্কর জানিয়েছেন, শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ‘নজিরবিহীন ভাবে’ এবং ‘অস্বাভাবিক’ হারে বেড়েছে। তাঁর মতে, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ২১ জনের এবং আক্রান্ত হয়েছেন চার হাজার জন। এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পুরনিগমের মধ্যে সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এলাকার বিধায়ক শঙ্করের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক। তিনি বলেন, ‘‘আমি এ সব কিছু বলতে পারব না৷ তবে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২-৩ জন। এখন ডেঙ্গির প্রকোপও অনেক কমে গিয়েছে।’’
শঙ্করের অভিযোগ খারিজ করে দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, ‘‘উনি নির্বাচনে নিজের ওয়ার্ডেই দ্বিতীয় স্থান পেয়েছেন। স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ থাকাকালীন কিচ্ছু করেননি। ওঁর বাম থেকে বিজেপিতে চলে যেতে বিন্দুমাত্র দ্বিধা বোধ হয় না। তিনি মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এই করেই ওঁরা প্রচারের আলোয় থাকতে চান। ওঁর কথার উত্তর দেওয়ার কোনও প্রয়োজনীয়তা বোধ করি না।’’