bison attack

কোচবিহারে বাইসনের হানা, জখম তিন মহিলা-সহ চার জন, শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলিতে কাবু

এক স্থানীয় বাসিন্দা জানান, শনিবার সকালে কিছু কাজে তাঁর মা যখন বাড়ির বাইরে যান, তখনই পাশের ভুট্টা ক্ষেত থেকে বাইসন বেরিয়ে অতর্কিতে হামলা করে। বাইসনের হামলায় গুরুতর আহত হন তাঁর মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মাথাভাঙা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:৫১
Share:

লোকালয়ে বাইসনের হানা। — নিজস্ব চিত্র।

সাতসকালে লোকালয়ে বাইসনের হানা। হামলায় গুরুতর আহত চার জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চার জনকেই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাইসনের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Advertisement

শনিবার সকালে মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়িতে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি বাইসন। বড় কাউয়ার ডেরার বাসিন্দা সজল সূত্রধর জানান, শনিবার সকালে তাঁর মা যখন বাড়ির বাইরে বার হয়েছিলেন কিছু কাজে সেই সময় পাশের ভুট্টা ক্ষেত থেকে একটি বাইসন বেরিয়ে এসে অতর্কিত তাঁর উপর হামলা করে। বাইসনের হামলায় গুরুতর আহত হন তাঁর মা। তাঁকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও আরও তিন জনের উপর হামলা চালায় বাইসনটি। আহতদের মধ্যে তিন জনই মহিলা। প্রত্যেকের আঘাতই গুরুতর। তবে এক জন বাদে বাকি সকলেই স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

এ বিষয়ে কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, ‘‘মাথাভাঙ্গা ১ ব্লকের কাউয়ার ডেরা এলাকায় স্থানীয় বাসিন্দারা বাসনটিকে দেখতে পায়। বাইসনের হামলায় তিন মহিলা এবং এক পুরুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মাথাভাঙ্গা থেকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করানো হয়েছে। ইতিমধ্যে বাইসনটিকে ট্র্যাঙ্কুলাইজ় করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুশ্রূষার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’’

Advertisement

কোথা থেকে বাইসনটি লোকালয়ে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে বন দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement