পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা প্রসারে চলছে র্যালি। — বিশ্বরূপ বসাক
সাইকেলে চেপে দল বেঁধে কলকাতা থেকে ব্যাঙ্কক। বিশ্ব উষ্ণায়ণের কবল থেকে পৃথিবীকে বাঁচাতে সচেতনতা প্রসারে এমনই উদ্যোগ নিলেন কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শহরের পর শহর পার হওয়া শুধু নয়। বিভিন্ন শহর-জনপদে থেকে সেখানেও পরিবেশ রক্ষা নিয়ে প্রচার চালাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। গত শনিবার শিলিগুড়ি পৌঁছয় দলটি। এ দিন রবিবার শহর জুড়ে র্যালি করে সংগঠনের সদস্যরা। বিকেলে পথনাটিকা-সহ নানা কর্মসূচির মাধ্যমেও প্রচার চালানো হয়। সকালে শিলিগুড়িতে ওই সংগঠনের প্রচার কর্মসূচির উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বর থেকে সংগঠনের সাইকেল র্যালির সূচনা করেছেন অশোকবাবু।
কলকাতা থেকে ব্যাঙ্ককের দূরত্ব ৩৬০০ কিলোমিটার। এই পথ সাইকেলে পাড়ি দেবে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ১৭ জনের সাইকেল আরোহীদের দলে ৫ জন মহিলাও রয়েছেন। সাইকেল আরোহীরা ছাড়াও সংগঠনের অনান্য সদস্যরাও শিলিগুড়ি পৌঁছেছেন। আরোহীদের নিরাপত্তা এবং শারীরিক সুস্থতার দিকে নজর রাখতে সংগঠনের অনান্য সদস্যরাও বাসে চেপে র্যালির সঙ্গী হয়েছেন। দিবাকর মেমোরিয়াল এক্সপ্লোরার্স ফাউন্ডেশনের সদস্যরা পুরো যাত্রা পথে অন্তত ৩০টি শহর-জনপদে প্রচার চালাবে বলে জানা গিয়েছে। আজ, শিলিগুড়ি থেকে রওনা দিয়ে ফালাকাটা পৌঁছনোর কথা দলটির। গুয়াহাটি হয়ে ইম্ফল তারপর মায়ানমার হয়ে ব্যাঙ্ককে পৌঁছবে র্যালি। সংগঠনের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ককে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছবে।
সংগঠনের সভাপতি তপনকুমার দাস জানিয়েছেন, যাত্রাপথে বিভিন্ন শহরে পরিবেশ বিষয়ক তথ্যচিত্রও দেখানো হচ্ছে। মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘পরিবেশের বিপদগুলি নিয়ে যদি এই মুহূর্তে সকলে ওয়াকিবহাল না হয়, তবে বিপদকে আটকানো সম্ভব নয়।’’ এ ধরণের অভিনব প্রচারকে সবসময়েই স্বাগত জানানো উচিত বলে জানান তিনি। ওঁদের দেখে অনান্য সংগঠনগুলিও উদ্যোগী হলে ভাল হবে হলে জানান তিনি।
পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে তা নিয়ে সচেতনতার সঙ্গে পরিবেশ রক্ষায় বেশ কিছু দাবি নিয়ে প্ল্যাকার্ড, পোস্টার তৈরি করা হয়েছে। দেশজুড়ে সিএনজি গ্যাসের গাড়ি চালানোর ব্যবস্থা করা, সব নদী এবং খালের সংস্কার করা, সৌরশক্তি ব্যবহার বাধ্যতামূলক করার মতো দাবি তোলা হয়েছে সংগঠনের তরফে। সংগঠনের সহ সভাপতি জয়দেব রাহা বলেন, ‘‘শুধু র্যালি করে চলে গেলে সুসংহত ভাবে প্রচার চালানো সম্ভব হয় না।’’ সে কারণে তাঁরা যাওয়ার পথে বিভিন্ন শহর-গ্রামে দাঁড়িয়ে সেখানে দিনের বেলায় র্যালি করেছেন। আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পথনাটিকা, তথ্যচিত্র দেখানো হচ্ছে দর্শকদের। লিফলেটও বিলি হচ্ছে।
দুর্ঘটনায় মৃত্যু। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। রবিবার দুপুরে বালুরঘাটের জলঘর এলাকায় রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বিঘো ওঁরাও(৬৫)। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। কিন্তু ট্রাক্টরটির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।