Bengal Safari Park

এ বার পুরুষ শাবক

বেঙ্গল সাফারি পার্কের এক আধিকারিক জানান, গত সপ্তাহে চিকিৎসকরা তিন শাবকের লিঙ্গ নির্ধারণ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৭:০৩
Share:

তিন খুদে: বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার। নিজস্ব চিত্র

বেঙ্গল সাফারি পার্কে গত অগস্টে জন্ম হয়েছিল মাদি রয়্যাল বেঙ্গল টাইগার শীলার তিন শাবকের। প্রাথমিক অবস্থায় শাবকের স্বাস্থ্যের কথা ভেবে তাদের লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছিল না। সম্প্রতি তা হয়েছে, আর তাতেই জানা গিয়েছে যে তিনটি শাবকই পুরুষ। ওই শাবকদের নামকরণ যাতে মুখ্যমন্ত্রীই করেন, সেই আর্জি জানানো হয়েছে বন দফতরের তরফে। এর আগে সাফারি পার্কেই শীলার তিন কন্যাশাবকে জন্ম হয়েছিল। তাদের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন।

Advertisement

পার্ক সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে নন্দনকানন থেকে বেঙ্গল সাফারিতে শীলা এবং পুরুষ বাঘ স্নেহাশিসকে আনা হয়েছিল। ওই জুটি ২০১৮ সালে তিন বাঘিনীর জন্ম দেয়। তাদের নাম ইকা, কিকা এবং রিকা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। পরে ইকা পায়ের সংক্রমণে মারা যায়। এখন কিকা এবং রিকা এক বছর আট মাসের হয়েছে।

প্রায় দেড় বছর আগে শীলার সঙ্গী স্নেহাশিসকে কলকাতার চিড়িয়াখানায় পাঠানো হয়। জামশেদপুর থেকে শীলার নতুন সঙ্গী হিসেবে আনা হয় আট বছরের বিভানকে। দু’বছরের মধ্যেই দ্বিতীয়বার বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল বাঘিনী শীলা তিন পুরুষ শাবকের জন্ম দিয়েছে। পার্ক সূত্রে খবর, এখন শীলাকে বিশ্রামে রাখা হয়েছে। তিন শাবকের পথ্যের জন্য শীলার খাবারের পরিমাণও বাড়ানো হয়েছে বলে। তাদের রাখা হয়েছে ২০০ বর্গফুট এলাকার মধ্যে। এখন ঘুরিয়ে ফিরিয়ে দর্শকদের এনক্লোজার সামলাচ্ছে বিভান এবং রিকা-কিকা। শীলা এবং তার বাচ্চাদের দিকে নজর রেখে চলেছেন চিকিৎসকরা।

Advertisement

বেঙ্গল সাফারি পার্কের এক আধিকারিক জানান, গত সপ্তাহে চিকিৎসকরা তিন শাবকের লিঙ্গ নির্ধারণ করেন। তার পরে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যাতে বাচ্চাদের নামকরণ করেন, সেই অনুরোধও করা হয়েছে। যদিও সাফারি পার্কের অধিকর্তা বাদল দেবনাথ এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ। কিছু দিন আগে পর্যটনমন্ত্রী গৌতম দেবও জানান, নামকরণের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement