টিকা নিতে অনিচ্ছুকদের বাড়িতে বিডিও। নিজস্ব চিত্র।
টিকা নিতে অনিচ্ছুক সাধারণ মানুষ। প্রয়োজনীয়তা বোঝাতেই পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করলেন জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিডিও।
রাজ্য প্রশাসন থেকে বার বার প্রতিষেধক নেওয়ার জন্য বলা হলেও একটা বড় অংশ এখনও প্রথম টিকাই নেয়নি। সাধারণ মানুষকে টিকা নিয়ে আরও সচেতন করে তুলতে গাড়ি রাস্তায় রেখে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে জনগণকে টিকা নেওয়ার আবেদন জানালেন মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস।
শুধু তাই নয়, মানুষ ঠিকঠাক রেশন পাচ্ছেন কি না, রেশনের সঙ্গে আধার নম্বর যুক্ত হওয়া নিয়ে কোনও সমস্যা হচ্ছে কি না, তা-ও জানতে চান।
বিপ্লব বলেন, ‘‘প্রতিটি মানুষ যাতে টিকা নেন, তার জন্যই পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বললাম। নিয়মিত বিডিও অফিস হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। যাঁরা এখনও টিকা নেননি, তাঁদের টিকা নিতে বললাম।’’