দুপুরের পরে করল্যাভ্যালি চা বাগানে মজুরি মিলল শ্রমিকদের। (ডান দিকে) সোনগাছি চা বাগানে মজুরি না পেয়ে অবরোধ শ্রমিকদের। নিজস্ব চিত্র।
কিছু কিছু চা বাগানে শ্রমিকদের মজুরি প্রদান শুরু হলেও জলপাইগুড়ি জেলার অনেক বাগান এখনো ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারেনি৷ ফলে চিন্তার ভাঁজ ওই সব বাগান কর্তৃপক্ষের কপালে৷ শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে জন্য এখনও পর্যন্ত অনেক বাগানের ম্যানেজার বিভিন্ন ব্যাঙ্কে টাকা পাওয়ার আশায় বসে রয়েছেন৷
নোট বাতিলের গেরোয় সমস্যায় পড়া বাগানগুলিতে প্রশাসনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হস্তান্তরের মাধ্যমে শ্রমিকদের মজুরি প্রদান করা হবে বলে গত সপ্তাহে প্রথম সিদ্ধান্ত হয়। কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশে তা বাতিল হয়৷ পরিবর্তে দুটি পক্ষের মজুরি বাগানগুলি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই তুলতে পারবে বলে ঠিক হয়৷ সেই অনুযায়ী বৃহস্পতিবার জেলার সাতাশটি বাগান ব্যাঙ্ক থেকে টাকা তুলেও নেয়৷ বাকি বাগানগুলি যাতে শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় মজুরির অর্থ ব্যাঙ্ক থেকে তুলতে পারেন সে জন্য বৃহস্পতিবার রাত সাড়ে দশটা পর্যন্ত বাগান মালিক সংগঠন ও ব্যাঙ্ক কর্তাদের নিয়ে বৈঠক করেন জলপাইগুড়ির জেলাশাসক মুক্তা আর্য ৷ বৈঠক শেষে জেলাশাসক জানান, শুক্রবার অধিকাংশ বাগানই মজুরির প্রয়োজনীয় টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারবে৷
কিন্তু টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সম্পাদক রাম অবতার শর্মার অভিযোগ, তাঁদের সংগঠনের অধীনে থাকা কিছু কিছু বাগান ব্যাঙ্ক থেকে টাকা তুলে শ্রমিকদের মজুরি দিতে পারলেও, অধিকাংশ বাগান এখনও তা পারেনি৷ অনেক বাগানের ম্যানেজার টাকার আশায় এখনো ব্যাঙ্কে বসে রয়েছেন৷ ডুয়ার্স ব্র্যাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন্ত গুহ ঠাকুরতা বলেন, তাদের সংগঠনের অধীন জেলার ৫৮টি বাগানের মধ্যে ৩৭টি বাগান এ দিন মজুরির টাকা তুলতে পেরেছে৷ যার অনেকগুলিতে এদিন মজুরি প্রদান হয়েছে৷ বাকিগুলিএ শনিবার হবে৷ কিন্তু ২১টি বাগান এখনও ব্যাঙ্ক থেকে টাকা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আইটিপিএ-র উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী অবশ্য জানান, তাদের সংগঠনের অধীনে থাকা অধিকাংশ বাগানই এদিন ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পেরেছে ৷ শনিবারের মধ্যে ওই সব বাগানে মজুরিও হয়ে যাবে৷
মজুরির দাবিতে বুধবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন করলা ভ্যলি চা বাগানের শ্রমিকরা৷ একই ইস্যুতে বৃহস্পতিবার ডেঙ্গুয়াঝাড় সহ পাঁচটি বাগানের শ্রমিক দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করেন৷ এদিন দুপুরেই করলা ভ্যালি চা বাগানের শ্রমিকরা মজুরি পেয়ে যান৷ মজুরি পেয়েছেন ডেঙ্গুয়াঝার চা বাআনের স্থায়ী শ্রমিকরাও ৷ বাগানের ম্যানেজার জীবনকৃষ্ণ পান্ডে জানিয়েছেন, শনিবার অস্থায়ী শ্রমিকদেরও মজুরি মিটিয়ে দেওয়া হবে ৷ তবে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারলেও অনেক বাগানই শ্রমিকদের মজুরি মেটাতে গিয়ে খুচরোর সমস্যায় পড়ে বলেও অভিযোগ ৷