অনিয়ম: বদল হল না চেনা ছবির। অভিযানের পরের দিন ফের ব্যবহার প্লাস্টিক ক্যারিব্যাগের। ছবি: সন্দীপ পাল
ঘটা করে একদিন অভিযান হয়েই বন্ধ হয়ে গেল তা৷ ফলে জলপাইগুড়িতে ফের স্বমহিমায় প্লাস্টিকের ক্যারিব্যাগ৷
অভিযোগ, পুরসভা অভিযানের পরের দিনই জলপাইগুড়ি শহরে রমরমিয়ে ব্যবহার হয়েছে প্লাস্টিকের ক্যারিব্যাগ৷ কিছু দোকান কাগজের ঠোঙা ব্যবহার করলেও তার সংখ্যা খুবই কম। যদিও পুরসভার দাবি, মঙ্গলবার অভিযান বন্ধ থাকলেও পরে তা লাগাতার ভাবে চলবে৷
২২ জুন প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি পুরসভা৷ সেই অনুযায়ী, দিন কয়েক প্রচার চালিয়ে সোমবার একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন পুরকর্মীরা৷ অভিযানের শুরুতেই দিনবাজারের ব্যবসায়ীদের একাংশের বাধার মুখে পড়েছিলেন তাঁরা৷ সোমবার বিভিন্ন দোকান থেকে প্রায় ২৫কেজি প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত হয়েছিল৷ ভবিষ্যতে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে ক্রেতা, বিক্রেতা উভয়েরই জরিমানা হবে বলে হুমকিও দেওয়া হয়েছিল।
দিনবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবু চৌধুরী বলেন, ‘মঙ্গলবারও প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার হয়েছে। পুরসভাকে আরও কড়া হতে হবে। কিন্তু সাধারণ মানুষকেও সচেতন হতে হবে৷ ঘটনায় ক্ষুব্ধ পুরসভার বিরোধীরাও৷ লাগাতার অভিযানের দাবি জানিয়েছেন তাঁরা। যদিও পুরসভার চেয়ারম্যান মোহন বসুর দাবি, ‘‘অভিযোগ ঠিক নয়৷ এ দিন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলেন তাই ওই অভিযান
করা যায়নি৷’’