Tapan

Tapan: দুষ্কৃতীদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম তপন থানার এএসআই

শুক্রবার রাতে তপন থানা এলাকায় টহল দেওয়ার সময় এএসআইয়ের উপর হামলা চালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৮:০১
Share:

নিজস্ব চিত্র।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক পুলিশ আধিকারিক। দক্ষিণ দিনাজপুরের তপন থানার ঘটনা। আহত অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর বিজনকুমার চৌধুরীকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক হাসান সুবিদ জানিয়েছেন, ওই পুলিশ আধিকারিকের কপালে গভীর ক্ষত হয়েছে। ১২-১৪টি সেলাই পড়ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তপন থানা এলাকায় টহল দিচ্ছিলেন ওই এএসআই। সে সময় কিছু সমাজবিরোধীকে লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন তিনি। দুষ্কৃতীদের ধরতে গেলে তখনই এএসআই-এর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর মাথায় আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় রাত ১২টা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর তাঁকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

বালুরঘাট জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশ আধিকারিকের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। সিটি স্ক্যানও করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement