শিলিগুড়ির বাম প্রার্থী অশোক ভট্টচার্য বলছেন, ‘‘শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে মানুষ নিজেদের ভোট দিতে পেরেছেন। কিছু জায়গায় তৃণমূল গোলমাল করার চেষ্টা করেও পার পায়নি। জোট জয়ী হবে। এই চতুর্থ দফার ভোটই আগামী আরও কয়েকটি দফার ভোটকে ভাল ভাবে পথ দেখাবে।’’ বাহিনীর ভূমিকা ভাল ছিল। ৪৫টি অভিযোগ করেছে সিপিএম। তার মধ্যে বুথে জোর করা ঢোকার চেষ্টা বা ইভিএম খারাপই বেশি। ভাইচুং ভুটিয়া মহিলারা লাল শাড়ি পড়ায় তা খুলতে হবে বলে জোরাজুরি করেছেন। এটা খেলোয়াড়সূলভ আচরণ নয়।