মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি মালখানের

কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন কেএলও জঙ্গি সন্দেহে ধৃত মাধব মণ্ডল ওরফে মালখান সিং। সেই চিঠিতে তিনি কামতাপুরি ভাষার স্বীকৃতি আদায়ে আন্দোলনকারী জেল বন্দিদের নিঃশর্ত মুক্তিরও দাবি তুলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০১:৩৮
Share:

কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন কেএলও জঙ্গি সন্দেহে ধৃত মাধব মণ্ডল ওরফে মালখান সিং। সেই চিঠিতে তিনি কামতাপুরি ভাষার স্বীকৃতি আদায়ে আন্দোলনকারী জেল বন্দিদের নিঃশর্ত মুক্তিরও দাবি তুলেছেন।

Advertisement

চার বছর আগে হবিবপুরে একটি যাত্রীবোঝাই বাসে গুলি ও বোমা ছোড়ার মামলায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বুধবার মালদহ আদালতে আনা হয়েছিল মালখান-সহ পাঁচজনকে. আদালতের লক আপে নিয়ে যাওয়ার পথে তিনি ওই চিঠি সাংবাদিকদের দিয়ে জানান, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমেও তিনি মুখ্যমন্ত্রীকে ওই খোলা চিঠি পাঠাবেন। তাঁর অভিযোগ, তাঁরা মাতৃভাষার স্বীকৃতি আদায়ে আন্দোলন করলেও তাঁদের পুলিশ জাল নোটের মামলাতেও ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

২০১৩ সালের ২৭ ডিসেম্বর রাতে হবিবপুরে একটি যাত্রীবোঝাই বাসে গুলি ও বোমা ছোড়ার মামলায় চার্জ গঠনের শুনানি ছিল বুধবার। মালখান-সহ পাঁচ জন ছাড়াও ওই মামলায় আরও ৮ জন অভিযুক্ত রয়েছেন। এঁদের মধ্যে ৭ জন জামিনে রয়েছেন। এ দিন জেলার অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে (তৃতীয় কোর্ট) ওই শুনানি ছিল। ওই মামলায় জড়িত আরেক অভিযুক্ত সঞ্জীব দাস জেল হেফাজতেই ছিল। এ দিন নিজেদের হেফাজতে নিতে হবিবপুর থানার পুলিশ তাঁকে সিজেএমের এজলাসে তোলে। ফলে বাকি ১২ জন হাজির থাকলেও তাঁকে এ দিনই অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে হাজির করানো যায়নি। অতিরিক্ত দায়রা আদালতের সরকারি আইনজীবী গোলাম গোউস খান লোদী বলেন, আজ ফের শুনানি হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement