Infiltration of Hemtabad

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে হেমতাবাদে মৃত্যু প্রৌঢ়ের

বৃহস্পতিবার ভোরে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। ভারতে ঢোকার প্রয়োজনীয় অনুমতি না থাকায় তাঁকে আটকানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হেমতাবাদ শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১০:২৩
Share:

—প্রতীকী চিত্র।

বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকার চৈনগর এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ গেল এক প্রৌঢ়ের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে চৈনগর এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। ভারতে ঢোকার প্রয়োজনীয় অনুমতি না থাকায় তাঁকে আটকানোর চেষ্টা করেন বিএসএফের ১৭৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। কিন্তু তার পরেও ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই প্রৌঢ়কে আটকাতে গুলি চালান এক বিএসএফ জওয়ান। আহত অবস্থায় ওই প্রৌঢ়কে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় হেমতাবাদ থানার পুলিশ। কালিয়াগঞ্জ হাসপাতালে যান কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়। তবে, পুলিশ কিংবা বিএসএফের তরফে এই ঘটনা প্রসঙ্গে এখনও কিছু বলা হয়নি। প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরেই সে দেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করেছে বিএসএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement