দেখতে দেখতে আলিপুরদুয়ারের বয়স হয়ে গেল দু’বছর। রাত পোহালে, ২৫ জুন শুরু সেই বর্ষপূর্তি উৎসব। সে জন্য সাজো সাজো রব জেলা সদরে। তবে জেলা গঠনের ২৪ মাস পরেও অনেক দফতরই এখনও হয়নি। জেলায় শিল্প তালুক গড়ার প্রক্রিয়া দূরের কথা। বরং প্রশ্ন উঠেছে, এখনও কেন জেলা শিল্প কেন্দ্রের স্থায়ী অফিস হয়নি, অফিসার নিয়োগ হল না কেন, কেনই বা তথ্য সংস্কৃতি দফতরের জেলা অফিসার নিয়োগ করা হয়নি? এ সব নিয়ে ক্ষোভও রয়েছে জেলায়। কুমারগ্রাম থেকে টোটোপাড়া, মাদারিহাট থেকে মেন্দাবাড়ি ছুঁয়ে আলিপুরদুয়ার শহরের নানা স্তরের বাসিন্দাদের মন বোঝার করলেন পার্থ চক্রবর্তী ও নারায়ণ দে।