ময়নাতদন্তে পাঠানো হয়েছে বিজেপি কর্মীর দেহ। নিজস্ব চিত্র।
ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে চাপানউতর কোচবিহারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সিতাইয়ের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হকদহ এলাকায় পাওয়া যায় বিজেপি কর্মী অনিল বর্মণের ঝুলন্ত দেহ। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন অনিল। বিজেপি-র অভিযোগ অনিলকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। বিজেপি-র কোচবিহার জেলার সভাপতি মালতী রাভা রায়ের অভিযোগ, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পর থেকে জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বেছে বেছে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। পুলিশ এবং জেলা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। ওই বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছিল নির্বাচনের ফল ঘোষণার পর। দীর্ঘ দিন ধরে তিনি এলাকা ছাড়া ছিলেন। কিছু দিন আগে বাড়ি ফিরেছিলেন।’’
বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় পাল্টা বলেন, ‘‘এখন কোনও দেহ পাওয়া গেলেই তা নিয়ে রাজনীতি করছে বিজেপি। সিতাইয়ে যে বিজেপি কর্মী মারা গিয়েছেন, তা আত্মহত্যার ঘটনা কি না সে নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। তদন্তে ঘটনার সত্যতা জানা যাবে।’’