—প্রতীকী ছবি।
পাঁচ বছর আগে ঘটে যাওয়া এক ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বালুরঘাট জেলা আদালত। আগামী বৃহস্পতিবার তাঁদের সাজা ঘোষণা করবেন বিচারক। পাঁচ বছর পরে হলেও অভিযুক্তদের সাজা ঘোষণা হবে, তা জানতে পেরে খুশি নির্যাতিতার পরিবার। তাদের কথায়, ‘‘এত দিনের লড়াইয়ে জয় পেলাম।’’
২০১৯ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যায় পরিচিতের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল বছর পনেরোর এক কিশোরী। অভিযোগ, বাড়ি ফেরার পথে তাঁর রাস্তা আটকান দুই অভিযুক্ত। তার পর নাবালিকাকে জোর করে তুলে নিয়ে জঙ্গলে যান। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। সে সময় অভিযুক্তদের এক জনের বয়স ছিল ২০। অন্য জনের ১৯। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল ওই নাবালিকাকে। প্রথমে ভয়ে বাড়িতে কিছু জানায়নি নির্যাতিতা। তবে পরে মায়ের জোরাজুরিতে সব কিছু জানায়।
নির্যাতিতার থেকে সব কিছু শুনে ঘটনার দু’দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তার পর থেকেই জেল হেফাজতেই রয়েছেন দু’জন। বিচারপ্রক্রিয়া শেষে মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের স্পেশ্যাল পকসো আদালত এই মামলায় রায় ঘোষণা করে। অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক (দ্বিতীয় কোর্ট) তথা স্পেশ্যাল কোর্টের (পকসো) বিচারক শরণ্যা সেন প্রসাদের এজলাসে রায়দান হয়। এ বিষয়ে বালুরঘাট জেলা আদালতের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, ‘‘পকসো মামলায় বিচারক দু’জনকেই দোষী সব্যস্ত করেছে। আগামী বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে।’’