দিনহাটার যৌনপল্লিতে আহত আট

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিনহাটার যৌনপল্লি এলাকায় হামলা চালানোর অভিযোগ উঠল। শনিবার রাতে দিনহাটা ও লাগোয়া এলাকার বাসিন্দা একদল যুবক আক্রমণ করে বলে দাবি। ঘটনায় ছ’জন মহিলা সহ অন্তত ৮ জন জখম হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৭
Share:

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিনহাটার যৌনপল্লি এলাকায় হামলা চালানোর অভিযোগ উঠল। শনিবার রাতে দিনহাটা ও লাগোয়া এলাকার বাসিন্দা একদল যুবক আক্রমণ করে বলে দাবি। ঘটনায় ছ’জন মহিলা সহ অন্তত ৮ জন জখম হয়েছেন।

Advertisement

জখম দুই যুবক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার এসডিপিও কুন্তল বন্দোপাধ্যায় বলেন, “পুরানো কোনও বিবাদকে কেন্দ্র করে ওই ঘটনা হয়েছে বলে প্রাথমিক ভাবে তথ্য মিলেছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত হচ্ছে। ইতিমধ্যে কয়েক জনকে ধরাও হয়েছে। এলাকার দিকে নজর রাখা হচ্ছে।”

শনিবার সন্ধ্যা থেকে পরিবেশ স্বাভাবিকই ছিল। আচমকা ছন্দপতন হয় বিদ্যুৎ বিভ্রাটে। তখন অন্ধকারের মধ্যেই লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে এক দল যুবক সেখানে ঢুকে পড়ে রাস্তার পাশে বসে থাকা মহিলাদের তো বটেই, কিছু ঘরে ঢুকেও সবাইকে মারধর শুরু করে। শুরু হয় হুড়োহুড়ি। মহিলাদের বাঁচাতে গিয়ে জখম হন এলাকার বাসিন্দা দুই যুবকও। দু’জনেরই মাথায় চোট লাগে।

Advertisement

আক্রান্ত মহিলারাও কেউ হাতে, কেউ পায়ে চোট পান। বেশ কয়েকজন আতঙ্কে দৌড়ে পালাতে গিয়েও জখম হন। প্রায় আধ ঘন্টা পরে এলাকারই যুবকদের চেষ্টাতেই আলো জ্বলে। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “বিদ্যুৎ বন্ধ করে হামলা বরদাস্ত করা হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement