জলপাইগুড়িতে অধীর চৌধুরীর সভার পথে জোট সমর্থকদের ভিড়। ছবি: সন্দীপ পাল
শরিক দল জেডিইউ-এর প্রার্থী থাকলেও ইসলামপুরে কংগ্রেস প্রার্থীকেই যে বামেরা সমর্থন করবে অধীর চৌধুরীর জনসভায় উপস্থিত থেকে ফের সেই বার্তা দিলেন বাম নেতারা। রবিবার ইসলামপুরে আগডিমঠি খুন্তি পঞ্চায়েতের পাটাগড়া এলাকাতে প্রার্থী কানাইয়ালাল অগ্রবালের হয়ে প্রচারে এসে একটি জনসভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম-এর মাটিকুন্ডা লোকাল কমিটির সম্পাদক ইউসুফ আলি, ওই পঞ্চায়েতের প্রধান তাহের আলম, ফরওয়ার্ড ব্লকের জোনাল সম্পাদক কমরুল হক-সহ এলাকার কংগ্রেস ও সিপিএম কর্মীরা।
এ দিন ওই জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য বলেন, ‘‘সভা দেখলেই বোঝা যায় এলাকায় জোট আসছেই। কাজেই এলাকার কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের প্রার্থীকে জোটের প্রার্থী বলে দাবি করলেও বামফ্রন্টের জেলা নেতৃত্ব তা মানছে না।’’ তবে এলাকায় বামফ্রন্টের বেশ কিছু সদস্য ও কর্মীদের দেখতে পাওয়া গিয়েছে ওই জনসভায়। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বক্তব্য দিতে উঠে প্রায় আধঘণ্টার বেশি সময় বক্তব্য রাখেন তিনি। তৃণমূল থেকে বিজেপি প্রত্যেকেরই দুর্নীতি-সহ একাধিক প্রসঙ্গে তুলে ধরেন তিনি। শুধু তাই নয় এলাকার কংগ্রেসের সময়ে চালু হওয়া খাদ্য সুরক্ষা আইন নিজের নাম করে চালাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলে দাবি করেছেন অধীর চৌধুরী। পাশাপাশি সাইকেল দেওয়ার নাম করেও ছাত্রছাত্রীদের প্রতারণা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। অধীরবাবুর দাবি, একুশশো টাকার সাইেকেল ৩ হাজার টাকা বলে চালানো হচ্ছে। সাইকেল, কন্যাশ্রী মিথ্যার উপর জিততে চাইছে তৃণমূল বলে দাবি করেছেন তিনি। এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদেরও বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেছেন অধীর চৌধুরী।
নির্বাচন মাত্র কয়েক দিন বাকি। তার আগেও জোটের জট কাটিয়ে তুলতে পারল না ইসলামপুরের কংগ্রেস বা সিপিএম কেউই। জোট হিসেবে ইসলামপুরে জেডিইউকে বামফ্রন্ট সমর্থন করলেও তা মানছে না এলাকার নিচু তলার সিপিএম এর কর্মী ও সমর্থকেরা। অনেক এলাকাতেই দলের নির্দেশ না মেনেই কংগ্রসকে জোট হিসেবে সমর্থন করতে দেখা গেল এই জনসভায়। যদিও সিপিএমের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, ‘‘এলাকাতে জোটের জট কাটল না। অধীর চৌধুরী তাঁর প্রার্থীর হয়ে সভা করেছেন। জোটের হয়ে নয়।’’ অপূর্ববাবু আরও বলেন, ‘‘সারা রাজ্যে যখন জোট হয়েছে, তখন ইসলামপুরে জোট না মানাটা
ঠিক হয়নি।’’
ইসলামপুরের পাটাগরাতে তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এলাকার তৃণমূল প্রার্থী আবদুল করিম চৌধুরীর প্রসঙ্গে বলেন,‘‘তৃণমূলের মাঝে করিম চৌধুরীর মতো লোক এখনও আছেন কী ভাবে। তিনি এলাকার উন্নয়ন করার কথা বললেও এলাকার উন্নয়ন হয়নি।’’ নির্বাচন থেকে করিম চৌধুরীকে সরে যাওয়ার কথাও বলেন অধীর চৌধুরী।