অমিত চৌধুরী। —নিজস্ব চিত্র।
দোকান থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হলেন এক রেশন ডিলার। এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রামে। ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। শুরু হয়েছে তদন্ত।
মালদহ শহরের ঘোড়াপির এলাকার বাসিন্দা অমিত চৌধুরী। কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে তাঁর একটি রেশন দোকান রয়েছে। অমিতের পরিবারের অভিযোগ, প্রতি দিনের মতো শনিবার রাতে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় চার-পাঁচ জন দুষ্কৃতী গাড়িতে চড়ে এসে তাঁকে অপহরণ করে। অমিতের দিদি দীপিকা চৌধুরী বলেন, ‘‘চার-পাঁচ জন মুখোশ পরে এসেছিল। ভাইয়ের বাইকের সামনে ওদের গাড়িটা দাঁড়ায়। ভাইয়ের সঙ্গে রেশন দোকানের যে কর্মচারী ছিলেন তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর পর ওরা আমার ভাইকে তুলে নিয়ে চলে যায়। রেশন দোকানের ওই কর্মচারীর থেকে এ কথা জানতে পেরেছি।’’
এ নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমন কাণ্ডে আশঙ্কায় পরিবার। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধচন্দ্র দাস বলেন, ‘‘শুনলাম রাস্তা থেকে অমিতকে অপহরণ করা হয়েছে। এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা এতে আতঙ্কিত। চাইছি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।’’