Jalpaiguri

গরু চরাতে গিয়ে অজগরের মুখে, কোনও রকমে বাঁচলেন জলপাইগুড়ির যুবক

ভুল করে অজগরে গায়ের উপর পা দিয়ে ফেলেন ওই যুবক। সঙ্গে সঙ্গে সাপটি ঘুরে কামড়াতে যায় যুবকের পায়ে। কোনও রকমে লাফিয়ে দূরে চলে আসেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ২৩:৪৫
Share:

জলপাইগুড়িতে উদ্ধার হওয়া অজগর। নিজস্ব চিত্র।

অল্পের জন্য অজগরের খপ্পর থেকে প্রাণে বাঁচলেন এক যুবক। জলপাইগুড়িতে গধেয়ারকুঠির ওই যুবক গরু চরাতে গিয়ে বাঁশবাগানে এক অজগরের মুখে পড়ে যান। কয়েক মুহূর্তের অসতর্কতায় কেড়ে নিতে পারত তাঁর প্রাণ। কিন্তু শেষ পর্যন্ত সাপের কামড় খেতে হয়নি। পরে সাপটিকে ধরে জঙ্গলে ছেড়ে দেন বন দফতররের কর্মীরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গধেয়ারকুটিরের কুর্শামারী চরচরা বাড়ি এলাকায় ওই যুবক প্রতিদিনের মতো গরু চরাতে গিয়েছিলেন বাড়ির পাশে দৈখাওয়া নদীর ধারে। সেখানেই বাঁশবাগানে ঝোপের মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে ছিল অজগরটি। ভুল করে অজগরে গায়ের উপর পা দিয়ে ফেলেন ওই যুবক। সঙ্গে সঙ্গে সাপটি ঘুরে কামড়াতে যায় যুবকের পায়ে। কোনও রকমে লাফিয়ে দূরে চলে আসেন তিনি।

যুবকের চিৎকার শুনে পাড়াপ়ড়শিরা ছুটে আসেন বাঁশবাগানে। নিরাপদ দূরত্ব থেকে সাপটির উপর নজর রাখা হয়। খবর দেওয়া হয় বন দফতরেও। ইতিমধ্যে এলাকার কয়েক জন যুবকের চেষ্টায় সাপটিকে ধরা হয়। তারপর বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেন।

Advertisement

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, “অজগর সাপটিকে গ্রামবাসীরা ধরে বস্তাবন্দি করে রেখেছিলেন। খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে সুস্থ অবস্থায় ছেড়ে দেন আমাদের কর্মীরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement