মৃত চিতাবাঘের উদ্ধারে বনকর্মীরা। নিজস্ব চিত্র।
গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি কমবয়সি একটি চিতাবাঘের। শুক্রবার ডুয়ার্সের তোতাপাড়া থেকে জালাপাড়া গামী রাস্তা থেকে উদ্ধার হল রক্তাক্ত চিতাবাঘের দেহ। চিতাটিকে মৃত অবস্থায় রাস্তার উপর পরে থাকতে দেখতে পান বাগানের শ্রমিকরা। এর পর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়্যারের কর্মীদের। এই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় করেন এলাকায়। বন দফতর সূত্রে খবর, মৃত চিতাবাঘটি ‘সাব এডাল্ট’ এবং পুরুষ। তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়নাতদন্ত করা হবে বলে বনদফতর সূত্রে খবর ।
পৃথ্বীরাজ ছেত্রী বলেন, ‘‘প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। হঠাৎ দেখতে পাই রাস্তার মধ্যে একটি চিতাবাঘ মৃত অবস্থায় পড়ে রয়েছে। আংড়াভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হৃদয়পুর এবং তোতাপাড়া এলাকার মাঝে রাস্তায় পড়েছিল। ওর মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দিই। তারা এসে মৃতদেহটি নিয়ে যায়। আমাদের অনুমান, গাড়ির ধাক্কায় ওর মৃত্যু হয়েছে।’’
বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, ‘‘সকালবেলা আমাদের কাছে খবর আসে তোতাপাড়া এবং জালাপাড়া রাস্তার মাঝে একটি চিতাবাঘ মৃত অবস্থায় পড়ে রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, চিতাবাঘের মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। এটি একটি ‘সাব এডাল্ট’ পুরুষ চিতা। মৃতদেহ ময়াতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’’