যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রের ওপর হামলার ঘটনায় আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নিলেন অন্যতম অভিযুক্ত টিএমসিপির জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিংহ৷ ফলে এ দিন ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ এ দিকে আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নিতেই অভিজিতের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন শুভঙ্করের পরিবারের লোকেরা৷
গত ৩ জানুয়ারি গভীর রাতে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন শুভঙ্কর৷ কলেজ নির্বাচনকে ঘিরে টিএমসিপির অন্দরে গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে অভিযোগ ওঠে। অভিজিৎ ও তার অনুগামীদের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মামলাও দায়ের হয়৷ ওই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে৷ অভিজিৎ জলপাইগুড়ি আদালতে আগাম জামিনের আবেদন জানান৷ এ দিন সেই আবেদনেরই শুনানি হওয়ার কথা ছিল৷ জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী সোমনাথ পাল জানান, এ দিন আদালতে ওই আবেদনের শুনানি থাকলেও বুধবারই অভিজিৎ সিংহ আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নেন৷ ফলে এ দিন আর ওই আবেদনের শুনানি হয়নি৷
অভিজিৎ বলেন, ‘‘আমার পুলিশের তদন্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে৷ সে জন্যই আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করেছি৷’’ তবে শুভঙ্করের স্ত্রী অর্তুহা মিশ্র মজুমদার এ দিন ফের অভিজিৎকে গ্রেফতারের দাবি তোলেন৷ জেলার পুলিশ কর্তারা জানিয়েছেন, অভিজিতের খোঁজ চলছে৷ এই গোষ্ঠী কোন্দলের জেরে ১১ জানুয়ারি আনন্দচন্দ্র কলেজের প্রাক্তন জিএস সৌরভ সরকারে ওপর আক্রমণের অভিযোগে দুদিন আগে গ্রেফতার হওয়া চন্দ্রশেখর রাউতের জামিন এ দিন মঞ্জুর করেছে আদালত৷শুক্রবারই জলপাইগুড়ি জেলায় কলেজ নির্বাচন৷ কিন্তু তার একদিন আগেও টিএমসিপি-র দুই গোষ্ঠী কে কোন আসনে লড়বেন তা ঠিক করতে পারলো না৷ যদিও তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে শেষ মুহূর্ত অবধি বৈঠক চলেছে৷ পুলিশ জানিয়েছে, কলেজ নির্বাচনকে ঘিরে শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের তিন কলেজে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে৷