Murder

মদ্যপান করায় মালদহে স্বামীর হাতে খুন এক বধূ, এলাকাবাসীর গণপিটুনি অভিযুক্তকে

পুলিশ সূত্রে খবর, দেড় বছর আগে বিয়ে হয়েছিল ওই আদিবাসী দম্পতির। তবে সুখে সংসার করা হল না তাঁদের। মদ্যপান করায় স্বামীর হাতেই খুন হতে হল স্ত্রীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ০১:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

মদ্যপান করেছিলেন স্ত্রী। সেই নিয়ে স্বামীর সঙ্গে অশান্তির সূত্রপাত। বচসার জেরে স্ত্রীকে বাঁশ দিয়ে আঘাত করেন স্বামী। সেই আঘাতেই মৃত্যু হয় স্ত্রীর। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। ক্ষুব্ধ এলাকাবাসীরা বিদ্যুতের খুঁটিতে অভিযুক্ত স্বামীকে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার পুলিশ। তারা আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দেড় বছর আগে বিয়ে হয়েছিল ওই আদিবাসী দম্পতির। তবে সুখে সংসার করা হল না তাঁদের। মদ্যপান করায় স্বামীর হাতেই খুন হতে হল স্ত্রীকে। তাঁর স্ত্রী কেন মদ্যপান করেছিলেন তাই নিয়ে অভিমান হয়েছিল অভিযুক্ত ব্যক্তির। সেই নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা। এর পরেই, স্ত্রীকে বাঁশ দিয়ে আঘাত করেন ব্যক্তি। তার পরেই মৃত্যু হয় স্ত্রীর। ঘটনার খবর চাউর হতেই অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনি দেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে ইংরেজবাজার পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করে। অন্য দিকে, মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য সেখানেই পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement