Health Center At Sandakphu

স্বাস্থ্যকেন্দ্র সান্দাকফু রুটে

জিটিএ-র ভাইস চেয়ারম্যান তথা স্বাস্থ্যের দায়িত্বে থাকা রাজেশ চৌহান জানান, নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক হতে চলেছে।

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৭:২৫
Share:

বরফে ঢাকা সান্দাকফু। —ফাইল চিত্র।

সান্দাকফু-মানেভঞ্জন রুটে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে সম্প্রতি পরপর বেশ কয়েক জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ বার তাই সেই রুটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)। সম্প্রতি জিটিএ-র তরফে রাজ্য সরকারের এই নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত পরিকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়োগের কথাও সরকারের কাছে জানানো হয়েছে।

Advertisement

জিটিএ-র ভাইস চেয়ারম্যান তথা স্বাস্থ্যের দায়িত্বে থাকা রাজেশ চৌহান জানান, নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক হতে চলেছে। প্রশাসন সূত্রের খবর, সান্দাকফুর সমস্ত নথিপত্র দেখা হয় মানেভঞ্জনে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, মানেভঞ্জন এলাকায় পর্যটন দফতরের তরফে অ্যাম্বুল্যান্স রাখা হবে। একটি হেল্‌থ ডেস্কে নার্স, স্বাস্থ্যকর্মীরা সান্দাকফু যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখবেন। রক্তচাপ, ওজন, ব্লাড সুগার-সহ প্রাথমিক কিছু পরীক্ষার ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য ও পর্যটন দফতরের কর্মীরা হেল্‌থ ডেস্কটি যৌথ ভাবে চালাবেন। পর্যটক বা ট্রেকারদের একটি ফর্ম পূরণ করে শারীরিক পরিস্থিতির কথা লিখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement