Fire

Fire: মানিকচকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কারখানা, পুড়ে গেল ঝুপড়িও

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সাকির্ট থেকে এই আগুন ছড়িয়েছে। কারখানাটিতে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানিকচক শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৫:২৭
Share:

পুড়ে ছাই তুলোর কারখানা। —নিজস্ব চিত্র।

বিধ্বংসী আগুনে পুড়ো ছাই হয়ে গেল কারখানা। ওই কারখানাটিতে তুলো মজুত ছিল। কারখানায় আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়েছে কয়েকটি ঝুপড়িও। এই ঘটনা ঘটেছে মালদহের মানিকচক থানার নুরপুর গ্রামে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
মঙ্গলবার দুপুরে আচমকা আগুন লাগে মানিকচক থানার নুরপুর গ্রামের ওই তুলা কারখানাটিতে। তুলা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রাথমিক ভাবে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। তবে আগুন লাগে আশপাশের ঝুপড়িগুলিতেও। আটটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। কিছু ক্ষণ পর অবশ্য দমকল গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

Advertisement

ওই তুলো কারখানার মালিক মহম্মদ রাজু। তাঁর দাবি, কারখানা পুড়ে গিয়ে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসাকির্ট থেকে এই আগুন ছড়িয়েছে। কারখানাটিতে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement