দুর্ঘটনার কবলে সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়ারা। নিজস্ব চিত্র।
গ্যাংটক ঘুরে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ুয়াদের বাস। সিকিমের তাদংয়ের ছয় মাইলের কাছে একটি বড় পাথরে গিয়ে ধাক্কা মারে বাসটি। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর, রাঁচি সেন্ট জেভিয়ার্স কলেজের একটি ২২ জন পড়ুয়াকে নিয়ে গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ১০ নম্বর জাতীয় সড়কে অরেঞ্জ ভিলার কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে একটি বড় পাথরে। সেখানেই উল্টে যায় বাসটি। জানা গিয়েছে, ২২ জন কলেজ পড়ুয়াই বাসের ভিতরে আটকে পড়েন। তাঁদের একে এক উদ্ধার করছেন এলাকাবসীরা। তবে তাঁদের শারীরিক পরিস্থিতি কেমন, তা নিয়ে স্থানীয় কিংবা, প্রশাসনের তরফে কিছু জানা সম্ভব হয়নি।