Cooch Behar

গয়না ব্যবসায়ীর হাত থেকে সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ ছিনতাই

দোকানের মালক মুকুল পোদ্দার বলেন, ‘‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠছিলাম, আমার স্ত্রীকে গয়না ভর্তি ব্যাগটা ধরতে বলি। সেই সময় বাইকে করে দু’জন দুষ্কৃতী এসে ব্যাগটি ছিলিয়ে নিয়ে যায়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০২:১৩
Share:

চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিজস্ব চিত্র।

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক গয়না ব্যবসায়ীর হাত থেকে সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ ছিনতাই করে পালাল কয়েক জন দষ্কৃতী। কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের কলাবাগান চৌপতি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

ওই ব্যবসায়ীর দাবি, ব্যাগে অন্তত ১০ লক্ষ টাকার সোনার গয়না ছিল।

দোকানের মালক মুকুল পোদ্দার বলেন, ‘‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠছিলাম, আমার স্ত্রীকে গয়না ভর্তি ব্যাগটা ধরতে বলি। সেই সময় বাইকে করে দু’জন দুষ্কৃতী এসে ব্যাগটি ছিলিয়ে নিয়ে যায়।’’ তিনি বলেন, ‘‘ব্যাগে প্রায় ১০ লক্ষ টাকার সোনা এবং ৪৫ হাজার টাকার মতো নগদ অর্থ ছিল।’’

Advertisement

ব্যবসায়ীর দাবি এই কাজ একদিনের নয়। তাঁর কথায়, ‘‘বেশ কিছুদিন তাঁর গতিবিধি লক্ষ্য করার পরই সোমবার ছিনতাই করেছে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement