নিজস্ব চিত্র।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ব্রিটিশ আমলে তৈরি গুমটি চা বাগানের বাংলো। বুধবার কার্শিয়াঙের এই বাংলোতে আগুন লাগে। ঘটনার খবর পেয়েই দমকলের ১টি ইঞ্জিন ছুটে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। কিন্তু তত ক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই বাংলো। বাগানের ম্যানেজার জহর চৌধুরী বলেন, ‘‘অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৪-৫ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে।’’
ব্রিটিশ আমলে প্রায় ১০০ বছর আগে হেনরি মন্টগোমারি লেনক্স এই বাগান চালু করেন। ওই সময় পরিবারের সদস্যদের জন্য তিনি এই বাংলোটি বানান। এর পর ১৯৫৬ সালে এই সম্পত্তি বিক্রি করে দেন সাহেব। নতুন মালিক পর্যটকদের জন্য বাংলো খুলে দেন। এর পর থেকে ওই বাংলোতে দেশ-বিদেশের পর্যটকরা এসে থেকেছেন। সেই বাংলোই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল।
বুধবার দুপুর নাগাদ বাংলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখে বাগানের শ্রমিকেরা ছুটে আসেন। এসে দেখেন, দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁরাই ম্যানেজারকে খবর দিলে তিনি দমকলে জানান। জহর বলেন, ‘‘দমকল সময় মতো এলে হয়তো বাঁচানো যেত এই বাংলোকে। কিন্তু ওরা দেরি করে এসেছে। তাও আবার ফাটা পাইপ নিয়ে। পুরো বাংলো পুড়ে যাওয়ায় প্রায় ৪-৫কোটি টাকার ক্ষতি হয়ে গেল। তবে নতুন যে রুমটি বানানো হয়েছে, তা ঠিক আছে।’’
ব্রিটিশ আমলের বাংলোতে আগুন লাগায় ছুটে আসেন কার্শিয়াঙের মহকুমাশাসক মহম্মদ ইজাজ। তিনি বলেন, ‘‘দমকলের সঙ্গে কথা বলে জেনেছি, শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছিল। তবে আগুন পুরো নিভে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে। তবে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’’