প্রবল বৃষ্টিপাতের জেরে পশ্চিমবঙ্গ-সিকিম সীমানার বিভিন্ন এলাকায় ধস নেমেছে বৃহস্পতিবার রাতে। ওই এলাকার একটি নদীতে শুক্রবার ভোরে ভেসে গেলেন আট শ্রমিক। সিকিম সীমানায় ১০ নম্বর জাতীয় সড়কের কাছে মামখোলায় ঘটেছে এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে বেড়ে গিয়েছিল নদীর জলস্তর। সেখানে নেমেই তলিয়ে যান ওই আট শ্রমিক। তাঁদের মধ্যে তিন জনকে স্থানীয়রা উদ্ধার করেছে। বাকি পাঁচ জন শ্রমিক এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া তিন শ্রমিকের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম জ্ঞান সিংহ ভান্ডারি। তাঁর বাড়ি নেপালে। নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া শ্রমিকদের সিকিমের সিংতাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শ্রমিকরা সেবক-রংপো রেললাইন তৈরির কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকা দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। ধস সরানোর কাজ চালাচ্ছে পূর্ত দফতর। ধস সরিয়ে যত দ্রুত সম্ভব রাস্তা দিয়ে যান চালানোর চেষ্টা চলছে।