ডুয়ার্সে ধরা পড়ল ১৫ ফুট লম্বা বার্মিজ পাইথন

ছাগল খেতে এসে কী বিপত্তি! খাওয়া দূরে থাক শেষে কী না একে বারে বনদফতরের জালে ১৫ ফুট লম্বা বার্মিজ রক পাইথন। তেমনই ঘটেছে শনিবার ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ১৭:১৬
Share:

বার্মিজ রক পাইথন।—নিজস্ব চিত্র।

ছাগল খেতে এসে কী বিপত্তি! খাওয়া দূরে থাক শেষে কী না একে বারে বনদফতরের জালে ১৫ ফুট লম্বা বার্মিজ রক পাইথন। তেমনই ঘটেছে শনিবার ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানে। বন দফতর সূত্রে খবর, এ দিন সকালে চা বাগানের মধ্যে একটি নালা থেকে উদ্ধার করা হয় ১৫ ফুট লম্বা ওই বার্মিজ রক পাইথনটি। পাইথনটিকে উদ্ধার করে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায় এই প্রজাতির পাইথন। চামড়ার জন্য চোরাশিকারীদের কাছে খুবই কদর এই সাপের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement