শিক্ষক, শিক্ষিকাদের বাড়িভাড়া ভাতায় কোপ 

গত ২৭ ডিসেম্বর অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ওই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারী নয়, স্কুল শিক্ষক-শিক্ষিকা-সহ সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত যে কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৪:১৮
Share:

প্রতীকী ছবি।

সরকারি কর্মচারীদের স্বামী বা স্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বাড়িভাড়া বাবদ সিলিং-অতিরিক্ত টাকা পাবেন না সরকারি চাকুরেরা। এত দিন এই সংক্রান্ত নির্দেশে কিছু ধোঁয়াশা ছিল। গত ২৭ ডিসেম্বর অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ওই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারী নয়, স্কুল শিক্ষক-শিক্ষিকা-সহ সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত যে কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে।

Advertisement

সরকারি নির্দেশিকা অনুসারে স্বামী-স্ত্রী মিলিত ভাবে ৬০০০ টাকা পর্যন্ত বাড়িভাড়া ভাতা পেলে সরকারি চাকুরের বাড়িভাড়া ভাতা কাটা হবে না। কিন্তু যদি মিলিত বাড়িভাড়া ভাতা ৬০০০ টাকার বেশি হয়, তা হলে সরকারি কর্মীর ভাতা থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে।

২০১২ সালে জারি করা সরকারি নির্দেশে সরকারি বা আধা সরকারি কর্মীদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে বলা ছিল। ফলে বহু স্কুল শিক্ষক এ নিয়ে মামলা করেন। সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল শিক্ষক-শিক্ষিকা-সহ কোনও সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশ বলবৎ হবে।

Advertisement

‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘২০১৭-এর নভেম্বর থেকে শিক্ষা দফতর শিক্ষকদের বাড়িভাড়া ভাতা কাটতে শুরু করেছিল। এর বিরুদ্ধে যে সব শিক্ষক আদালতে গিয়েছিলেন, তাঁরা প্রায় সকলেই স্থগিতাদেশ পেয়েছেন। কিন্তু নতুন নির্দেশে শিক্ষক-শিক্ষিকাদের উপর আর্থিক চাপ বাড়ল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement