৩ মাসের জন্য ছাত্রভোট করে কী হবে: পার্থ 

গত শিক্ষাবর্ষে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয়নি। চলতি শিক্ষাবর্ষেও যে তা হচ্ছে না, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৫:১৬
Share:

—ফাইল চিত্র।

গত শিক্ষাবর্ষে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয়নি। চলতি শিক্ষাবর্ষেও যে তা হচ্ছে না, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এর ফলে পরপর দু’বার রাজ্যে ছাত্রভোট হচ্ছে না।

Advertisement

শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘‘এখন যা অবস্থা, মনে হয় না ছাত্রভোট হবে। এক বছর তো চলেই গেল। তিন মাসের জন্য ভোট করে কী হবে?’’ মাসখানেক আগে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে আলোচনায় বসেও শিক্ষামন্ত্রী চলতি শিক্ষাবর্ষে ভোট করার কোনও আভাস দেননি।

রাজনৈতিক ছাত্র সংসদের বদলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। কয়েক বছর ধরে তারা ছাত্রভোটের বিজ্ঞপ্তি দিচ্ছে নভেম্বরে। তাতে জানানো হয়, ৩১ জানুয়ারির মধ্যে ভোট পর্ব শেষ করে ছাত্র সংসদ গড়তে হবে। সে-ভাবেই চলছিল। নয়া বিধি অনুযায়ী গত বছর থেকেই অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গড়ার কথা ছিল। কিন্তু গত বার পঞ্চায়েত ভোটের আগে ছাত্রভোট করেনি সরকার। এখন যা পরিস্থিতি, চলতি শিক্ষাবর্ষেও নির্বাচন হচ্ছে না।

Advertisement

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এ রাজ্যে অশান্তির উদাহরণ অজস্র। তৃণমূলের একাংশের মত, লোকসভা ভোটের আগে ছাত্রভোট ঘিরে রক্ত ঝরুক, কেউই সেটা চাইছে না। ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক-সহ বেশ কিছু পরীক্ষা রয়েছে। তার পরে লোকসভা নির্বাচন হওয়ার কথা। এই অবস্থায় চলতি শিক্ষাবর্ষের জন্য ছাত্রভোটের সম্ভাবনা যে প্রায় নেই, প্রশ্নের ছলে সেটা স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

ছাত্রভোট বন্ধ হলে তাঁরা পথে নামবেন বলে জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টচার্য। তিনি বলেন, ‘‘ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, এই সরকার তা চায় না। জোর করে বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চায়। এর বিরুদ্ধে আন্দোলন চলবে।’’ রাজ্য এবিভিপি-র সাধারণ সম্পাদক সপ্তর্ষি সরকারের অভিযোগ, কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে টিএমসিপি। শিক্ষামন্ত্রী ওদের প্রশ্রয় দিচ্ছেন। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাটাও বন্ধ রাখছেন। তিনি বলেন, ‘‘আমরা এর প্রতিবাদ করছি। প্রয়োজনে পথে নামবে এবিভিপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement