TMC

‘জল্পনা’র কিছু নেই, দাবি মন্ত্রী রাজীবের

বিধানসভা প্রাঙ্গণে বুধবার পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পরিষদীয় মন্ত্রী পার্থবাবুর পাশেইে দেখা গিয়েছে বনমন্ত্রী রাজীবকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৫:০৫
Share:

রাজীব বন্দ্যোপাধ্যায়— ফাইল চিত্র।

পরপর কয়েক বার মন্ত্রিসভার বৈঠকে তিনি যাননি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দিন, মঙ্গলবারও মন্ত্রিসভার বৈঠকে দেখা যায়নি তাঁকে। কিন্তু তাঁকে নিয়ে ‘জল্পনা’র কোনও কারণ নেই বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিধানসভা প্রাঙ্গণে বুধবার পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পরিষদীয় মন্ত্রী পার্থবাবুর পাশেইে দেখা গিয়েছে বনমন্ত্রী রাজীবকে। পরে তিনি বলেছেন, ‘‘স্পিকার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি বিধানসভার এক জন সদস্য। প্রকৃতি ভালবাসি। তাই এসেছি।’’

মন্ত্রিসভার বৈঠকে তিনি ছিলেন না, তাঁকে নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছে, সেই প্রসঙ্গে তাঁর কী বক্তব্য? রাজীবের জবাব, ‘‘আপনাদের জল্পনার সঙ্গে আমাকে মেলালে চলবে না! মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার বিশেষ কারণ ছিল। যেখানে জানানোর, সেখানে জানিয়েছি।’’ দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে জড়িয়ে প্রশ্ন শেষ করতে না দিয়েই এড়িয়ে গিয়েছেন রাজীব। এই বিষয়ে পার্থবাবুও তাঁর পাশে দাঁড়িয়েছেন। পার্থবাবুর মন্তব্য, ‘‘মন্ত্রিসভার বৈঠকে রাজীব ছিল না। তাতে কী হয়েছে! এটা নিয়ে অঙ্ক কষা ভুল!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement