WBBSE Madhyamik Merit List 2023

মাধ্যমিকে ১১৮ জনের মেধাতালিকায় কলকাতা শূন্য! প্রথম দশে এ বারও জেলাগুলির জয়জয়কার

চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১১:০১
Share:

প্রথম দশে স্থানে স্থান পেয়েছে ১১৮ জন। তালিকায় নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া। — ফাইল ছবি।

শুক্রবার প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিকের ফল। প্রথম দশে স্থান পেয়েছে ১১৮ জন। মেধাতালিকায় নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া। গত বছর মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছিল কলকাতার স্কুলগুলি থেকে মাত্র এক জন। পাঠ ভবনের এক পড়ুয়া। এ বার মেধাতালিকায় কলকাতা শূন্য।

Advertisement

২০২৩ সালের মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস স্কুলের ছাত্রী সে। ৭০০ নম্বরে ৬৯৭ (৯৯.৫৭ শতাংশ) পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ছ’জন। যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’’

Advertisement

চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল। ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে।

নীচের অংশে গিয়ে নিজেদের নম্বর জেনে নিতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা

মাধ্যমিক ২০২৩ -এর ফলাফল দেখুন

ফলাফল দেখতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement