—ফাইল চিত্র
সোমবার থেকে মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়ছে। এর ফলে ট্রেন বেড়ে ২১৬টি হচ্ছে। রবিবার পর্যন্ত দিনভর ছুটেছিল ২০৪টি ট্রেন। ট্রেনের সংখ্যা বাড়ায় সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে কমছে অন্তর। এখন থেকে ওই সময়ে সাত মিনিট অন্তর মিলবে পরিষেবা। আরও একটি নতুন সংযোজন, আগামী রবিবার থেকে ই-পাস ছাড়াই মেট্রোয় দিনভর পুরুষ যাত্রীরাও যাতায়াত করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
মেট্রো পরিষেবা আগের মতোই চালু থাকবে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এত দিনের মতোই বয়স্ক, মহিলা এবং ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরেরা সারাদিন ই-পাস ছাড়াই যাতায়াত করতে পারবেন। পুরুষ যাত্রীদের ক্ষেত্রে সকালে ৭টা থেকে সাড়ে ৮টা এবং রাতে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোয় যাতায়াতে ই-পাসের বিধি-নিষেধ থাকছে না। গত এক সপ্তাহ ধরে চলছে এই নিয়ম। অর্থাৎ, সকাল এবং সন্ধ্যা মিলিয়ে আপাতত তিন ঘণ্টা সময় সব ধরনের যাত্রীদের জন্য মেট্রোর ই-পাস ব্যবহারে ছাড় থাকছে।
দীর্ঘ কয়েক মাস পরিষেবা বন্ধ রাখার পরে আনলক পর্বে বিভিন্ন বিধি-নিষেধ রেখে মেট্রো চলতে শুরু করেছিল। তবে, যাত্রী এখনও প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক কম থাকায় ধাপে ধাপে ই-পাস ব্যবস্থা তুলে দিতে চাইছেন কর্তৃপক্ষ। আগামী জানুয়ারির মাঝামাঝি ওই ব্যবস্থা উঠে যেতে পারে বলে খবর। যদিও মহিলা, বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে সারাদিন ই-পাস ডাউনলোড করার ঝক্কি বর্তমানে না থাকায় যাত্রী আগের তুলনায় কিছুটা বেড়েছে। সেই প্রবণতা দেখেই আরও যাত্রী পেতে সবার জন্য মেট্রো-যাত্রা স্বাভাবিক করতে চাইছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার বেড়ে ৯৩.৯৪ শতাংশ
আরও পড়ুন: আরএসএস দফতরে ফাইল হাতে প্রাক্তন ডিজি, সাক্ষাৎ ভাগবতের সঙ্গে
চলতি বছরে স্কুল-কলেজ বন্ধ থাকা মেট্রোয় যাত্রীর সংখ্যা কম হওয়ার একটি বড় কারণ বলেই মত আধিকারিকদের। ফলে ধাপে ধাপে প্রাক্ করোনা পরিস্থিতির জায়গায় পরিষেবা ফিরিয়ে নিতে চাইছেন তাঁরা।
সপ্তাহের কাজের দিনে এখন গড়ে ১ লক্ষ ৩০ হাজার যাত্রী মেট্রোয় সফর করছেন। তবে, মহিলা, বয়স্ক এবং ১৫ বছর পর্যন্ত শিশু-কিশোরদের জন্য ই-পাসে ছাড় দেওয়ার পর থেকে দৈনিক যাত্রী গড়ে ১৫ হাজার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ওই সংখ্যা চলতি সপ্তাহে আরও বাড়তে পারে।